শেষ আপডেট: 19th October 2021 17:44
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের মোট ১৮জন ক্রিকেটারকে আজীবন সদস্যপদ প্রদান করল মেরিলিবন ক্রিকেট ক্লাব (MCC)। মঙ্গলবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে এই ক্রিকেট প্রণয়নকারী সংস্থা। ওই দুই ভারতীয় প্রাক্তন ক্রিকেটার হলেন জাভাগল শ্রীনাথ (Javagal Srinath) ও হরভজন সিং (Harbhajan Singh)। শ্রীনাথ এমনিতেই আইসিসি-র শীর্ষ ম্যাচ রেফারি, তিনি সারাবছর ব্যস্ত থাকেন। বছরের বেশিরভাগ সময়ে বিদেশেই থাকেন। এদিন এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বের নামী পুরুষ ও মহিলা তারকাদের এই সম্মান জানানো হয়েছে। যে সমস্ত ক্রিকেটাররা দেশের হয়ে বিশেষ অবদান রেখেছেন, তাঁদেরই এমন স্বীকৃতি দেওয়া হল। আরও পড়ুন: সৌরভই রাজি করালেন, ছেলে সমিতের কারণে বিরাটদের কোচ হতে চাননি দ্রাবিড় উল্লেখ্য ভারতীয় টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হরভজন। তিনি ১০৩ টি টেস্ট খেলে পেয়েছেন ৪১৭টি উইকেট। অপরদিকে ওয়ানডে ক্রিকেটে ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক জাভাগল শ্রীনাথ। তাঁর দখলে রয়েছে ৩১৫ টি উইকেট। শ্রীনাথ আইপিএলেও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। করবেন টোয়েন্টি ২০ বিশ্বকাপেও। হরভজন সিং আইপিএলের ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে ক্রিকেটার হিসেবে যুক্ত রয়েছেন। দুই ভারতীয় ছাড়াও এই সম্মানে সম্মানিত হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা স্যার অ্যালিয়েস্টার কুক, ইয়ান বেল, মার্কাস ট্রেসকোথিক এবং সারা টেলর। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'