হরভজন সিং
শেষ আপডেট: 14th February 2025 16:58
দ্য ওয়াল ব্যুরো: বুমরাহ নেই। দলের পেস বোলারদের সকলেই কমবেশি অনভিজ্ঞ। ব্যাটিং লাইন আপ ছন্দে ফিরেছে ঠিকই। কিন্তু সেটা তো ঘরের মাঠে। দুবাইয়ের পিচেও কি একইভাবে কার্যকরী হয়ে উঠবেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়াররা?
আশা-আশঙ্কার দোলাচলে যখন ঘুরপাক খাচ্ছেন দেশের তামাম ক্রিকেটভক্ত, তখন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকেই ফেভারিট তকমা দিলেন প্রাক্তন স্পিনার হরভজন সিং। জানালেন, বুমরাহ না থাকলেও দলে অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব নেই। অর্শদীপ থেকে মহম্মদ শামি, কুলদীপ থেকে জাদেজা। অনেকেই একা হাতে ম্যাচ জেতাতে পারেন।
বুমরাহর বদলে পেস অ্যাটাকের দায়িত্বে রয়েছেন মহম্মদ শামি। কিন্তু তিনি চোট সারিয়ে দীর্ঘদিন বাদে টিমে ফিরেছেন। আর দুই বোলার, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা অনভিজ্ঞ। ফলে তাঁরা কতখানি প্রভাব ফেলতে পারবেন, সে বিষয়ে দানা পাকিয়েছে সংশয়।
অন্যদিকে টেস্টের দুঃস্বপ্ন ঝেরে ফেলে ওয়ান ডে স্বমহিমায় কামব্যাক করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। যথাক্রমে শতরান ও অর্ধ শতরান—টিম ইন্ডিয়ার দুই তারকা ব্যাটসম্যান দুভাবে সদ্যসমাপ্ত সিরিজে নিজেদের জাত চিনিয়েছেন। আর এই জন্যই ভারতের ক্ষমতাকে কুর্নিশ জানিয়ে তাঁদের এগিয়ে রাখছেন হরভজন। তিনি বলেন, ‘রোহিত ফর্মে ফিরেছেন। বিরাটও রানে রয়েছেন। শুভমান গিল, শ্রেয়স আইয়ার রান করে চলেছেন। তাই টিম ইন্ডিয়ার ব্যাটসমান ও বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী।‘
তবে কি সবকিছু নিখুঁত? বুমরাহর না থাকাটা কোনও ফ্যাক্টর হবে না? হরভজন যদিও টিম ইন্ডিয়াকে ‘ফেভারিট’ বলেও পুরোপুরি নিশ্চিন্ত নন। স্লগ ওভারে বুমরাহর অভাব টের পেতে পারে ভারত। বিশেষ করে, যখন প্রতিপক্ষকে কম রান তাড়া করতে হবে আর হাতে থাকবে দুই থেকে তিন উইকেট। সেই সময় বুমরাহ বহু বার ম্যাচ উইনার হয়ে উঠেছেন। এবার সেই সুযোগ পাবেন না রোহিতরা। সতর্ক করেছেন হরভজন।