জেমি ম্যাকলারেনকে সই করাতে পারে মোহনবাগান।
শেষ আপডেট: 5 May 2024 14:51
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান দলে ফের এক অস্ট্রেলীয় তারকা সই করতে পারেন। তিনি জেমি ম্যাকলারেন। তিনি মেলবোর্ন সিটির নামী ফুটবলার। কামিন্স, দিমিত্রির পরে আরও এক অস্ট্রেলীয়কে পছন্দ বাগান কর্তাদের। যিনি বছরেই সাড়ে চার কোটি টাকা নেবেন বলে জানিয়েছেন।
ম্যাকলারেন বড় তারকা। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে সদ্য আইএসএল জয়ী মুম্বইও। জেমি যে ক্লাবে বেশি অর্থ পাবেন, সেখানেই যাবেন বলে জানিয়েছেন তাঁর এজেন্ট।
তবে এই নিয়ে সমর্থকদের মধ্যে বিস্তর কৌতূহলও রয়েছে। কারণ ক্লাব এমন দেশ থেকে এই ফুটবলারদের নিয়ে আসছেন, যাঁরা শীতপ্রধান দেশের ফুটবলার। ভারতের এই গরমে খেলতে একেবারেই অভ্যস্ত নন। সেটি পারফরম্যান্সের ক্ষেত্রে পার্থক্য গড়ে দিচ্ছে।
এদিকে, মোহনবাগানের কোচ হাবাস কি সামনের মরশুমে থাকবেন। শোনা গিয়েছিল, তিনি দলকে ট্রফি দিয়ে বিদায় নেবেন। কিন্তু আইএসএল ফাইনালে মুম্বইয়ের কাছে হারের পরে কোচ মতবদল করেছেন বলে খবর। হাবাস নিজেও বলেছেন, আমি একবারও বলিনি বাগানের কোচ আর থাকব না। বরং বলেছিলাম যে, ভারত থেকেই আমি কোচিংয়ে ইতি টানব।
ক্লাব সূত্রে জানা গিয়েছে স্প্যানিশ কোচকে আরও একবছর রাখতে চান কর্তারা। একটা হারে যে তাঁর সম্পর্কে ধারণা বদলাচ্ছে না, সেটি বেশ পরিষ্কার।
হাবাস নিজেও থাকতে চান মোহনবাগানে। তবে এও শোনা যাচ্ছে হাবাস দলের টিডি হিসেবে রেখে অন্য কোনও লাইসেন্স কোচকে আনা হবে।