র্যাপিড সেকশনের শেষ রাউন্ডে গুকেশ হারান আমেরিকার ওয়েসলি সো-কে। খেলা শেষ হয় ৩৬ চালে। গুকেশের অ্যাকাউন্টে মোট ছিল ৬টি জয়, ২টি ড্র এবং মাত্র একটি পরাজয়।
ডি. গুকেশ
শেষ আপডেট: 5 July 2025 05:29
দ্য ওয়াল ব্যুরো: গুকেশের হাতে ক্লাসিক্যালে হেরে ম্যাগনাস কার্লসেন জানিয়েছিলেন দাবার এই ফর্ম্যাট খেলতে ইচ্ছে করছে না।
এবার র্যাপিডে একাধারে দুনিয়ার পয়লা নম্বর দাবাড়ুকে হারিয়ে ও টুর্নামেন্ট জিতে নিজের আধিপত্য কায়েম রাখলেন বছর উনিশের ডি. গুকেশ। আরও একবার প্রমাণ করলেন, কেন তিনি এই মুহূর্তে বিশ্বদাবার অন্যতম ধারাবাহিক পারফর্মার! ২০২৫ গ্র্যান্ড চেস ট্যুরের অন্তর্গত সুপার ইউনাইটেড র্যাপিড অ্যান্ড ব্লিৎজ টুর্নামেন্টের র্যাপিড সেকশনে চ্যাম্পিয়ন হলেন তিনি। ক্রোয়েশিয়ার জাগরেবে অনুষ্ঠিত এই পর্যায়ে গুকেশ ৯টি গেম থেকে সর্বোচ্চ ১৮-র মধ্যে পেলেন ১৪ পয়েন্ট (ফরম্যাট অনুযায়ী: জয়=২ পয়েন্ট, ড্র=১ পয়েন্ট)।
প্রতিযোগিতার শুরুটা যদিও গুকেশের মনোমত হয়নি। প্রথম রাউন্ডেই ডুডার কাছে হারতে হয়। কিন্তু এরপর টানা পাঁচ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে গুকেশ লিডারবোর্ডের সিঁড়ি ভেঙে তরতর করে চড়তে থাকেন। ধারাবাহিক জয়ের রাস্তায় গুরুত্বপূর্ণ মোড় ছিল চতুর্থ রাউন্ড। সামনে এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। নরওয়ের হারের বদলা নিতে তেড়েফুঁড়ে খেলবেন—সবাই যখন এমনটা মনে করছে, তখনই অ্যান্টি ক্লাইম্যাক্স! ফের পরাস্ত হন কার্লসেন।
র্যাপিড সেকশনের শেষ রাউন্ডে গুকেশ হারান আমেরিকার ওয়েসলি সো-কে। খেলা শেষ হয় ৩৬ চালে। গুকেশের অ্যাকাউন্টে মোট ছিল ৬টি জয়, ২টি ড্র এবং মাত্র একটি পরাজয়।
তৃতীয় দিনে গুকেশ ড্র করেন ডাচ গ্র্যান্ডমাস্টার অ্যানিশ গিরির সঙ্গে। দ্বিতীয় খেলায় প্রতিপক্ষ আয়োজক দেশ ক্রোয়েশিয়ার ইভান আরিচ। তাঁর সঙ্গে ৮৭ চালে হওয়া ম্যারাথন লড়াইও শেষ পর্যন্ত অমীমাংসিত থাকে। ওই লড়াইয়ে ‘মার্শাল গ্যাম্বিট’ কাজে লাগান, যা বুঝিয়ে দেয় কোনওমতে ড্র পেতে নয়, গুকেশ জয় ছিনিয়ে নিতেই খেলতে নেমেছেন।
অন্যদিকে পিছু ধাওয়া করা ম্যাগনাস কার্লসেন যদিও টুর্নামেন্টের অন্তিম দিনের শুরুতে ফাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে কিছুটা ব্যবধান কমানোর চেষ্টা করেছিলেন ঠিকই। কিন্তু পরের গেমে নডিরবেক আবদুসাত্তোরভের সঙ্গে ড্র করে পিছিয়ে পড়েন। দ্বিতীয় স্থানে অভিযান শেষ করেন ডুডা। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি গুকেশকে হারিয়েছেন।
টুর্নামেন্টে আর. প্রজ্ঞানন্দ, গুকেশের সতীর্থ, তুলনামূলক নিষ্প্রভ। ৯টি গেমে তাঁর সংগ্রহ ৯ পয়েন্ট—একটি জয়, সাতটি ড্র। অন্তিম পর্বে খুব একটা এগোতে না পারলেও আগের লেগগুলিতে (বুখারেস্টে জয়, ওয়ারশতে তৃতীয়) ভালো পারফরম্যান্সের কারণে তিনি এখনও সামগ্রিক প্রতিযোগিতার দৌড়ে রয়েছেন।
র্যাপিড পর্ব শেষে শনিবার থেকে শুরু হচ্ছে ব্লিৎজ সেকশন, চলবে ৬ জুলাই পর্যন্ত। দুটি ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ পয়েন্ট বিজয়ী হবেন এই পর্যায়ের চ্যাম্পিয়ন।
চলতি টুর্নামেন্টের পর গ্র্যান্ড চেস ট্যুরের বাকি দুই পর্ব আয়োজিত হবে আগস্টে (যুক্তরাষ্ট্রে) এবং সেপ্টেম্বরে (ব্রাজিলে)। গুকেশের সাম্প্রতিক ফর্ম যদি অব্যাহত থাকে, তাহলে এ বছরের গ্র্যান্ড চেস ট্যুর তাঁর কাছে একটি ফলবন্ত মরশুম হয়ে উঠতে পারে।