শেষ আপডেট: 9th March 2025 20:33
দ্য ওয়াল ব্যুরো: কবি জীবনানন্দ দাস লিখেছিলেন, 'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।' রবিবার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যে যে দৃশ্যের সাক্ষী রইল গোটা বিশ্ব, সেটা দেখার পর একটাই কথা বলা যেতে পারে। গ্লেন ফিলিপসের ক্যাচ যখন দেখা হয়ে গিয়েছে, ক্রিকেট বিশ্বের আর কিছু দেখার দরকার নেই। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে যে ফিল্ডিংয়ের নজির এই কিউয়ি ক্রিকেটার পেশ করলেন, তা দেখে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে।
তখন সবেমাত্র ১০০ রানের চৌকাঠ স্পর্শ করেছে ভারতীয় ক্রিকেট দল। অনেকে বলতে শুরু করেছিলেন, টিম ইন্ডিয়া এই ম্যাচে হয়ত ১০ উইকেটে জয়লাভ করবে। এমন সময় বল করতে এলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ওভারের চতুর্থ বলেই দেখা গেল সেই বিস্ময়কর ঘটনা। অফসাইডের বাইরে একটা সামান্য ডেলিভারি শর্ট এক্সট্রা কভারের উপর দিয়ে ওড়াতে চেয়েছিলেন শুভমান।
ঠিক ওখানেই দাঁড়িয়ে ছিলেন গ্লেন ফিলিপস। অন্য কেউ ওই জায়গায় থাকলে, বলটা নির্ঘাত বাউন্ডারির বাইরে বেরিয়ে যেত। কিন্তু, ফিলিপস অতিমানবীয় একটি লাফ দিলেন। ডান হাতটা ছুঁড়ে দিলেন হাওয়ায়। এরপর সুপারম্যানের মতো হাওয়ায় ভেসেই বলটা তালুবন্দি করে ফেললেন। শুভমান নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। শেষপর্যন্ত টিম ইন্ডিয়ার 'প্রিন্স' শুভমানকে ৩১ রান করে ফিরে যেতে হল।
দেখুন ভিডিও:
Flying man does it again ????
— ???????????????????? ???????????????? (@Suryaputhra07) March 9, 2025
What a catch by Glenn Phillips ????#INDvsNZ #ChampionsTrophy2025 pic.twitter.com/CXlmPIJpfo
প্রসঙ্গত, চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বে এমন একটি ক্যাচ নিয়েই ফিলিপস ফিরিয়েছিলেন 'কিং' কোহলিকে। ম্যাচের ৬.৪ ওভারে সেই অবিশ্বাস্য ঘটনাটির সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। ম্যাট হেনরির শর্ট ওয়াইড ডেলিভারিতে যাবতীয় শক্তি দিয়ে ব্যাট চালিয়েছিলেন কোহলি। বলটায় যে বাউন্ডারি বাঁধা ছিল, তা সকলেই চোখ বন্ধ করে বিশ্বাস করছিলেন। কিন্তু, বিরাট এবং বাউন্ডারির মধ্যে দাঁড়িয়েছিলেন গ্লেন ফিলিপস। বলটা তাঁর ডানদিক দিয়ে বিদ্যুৎগতিতে বেরিয়ে যাচ্ছিল। গ্লেন ঝাঁপ দিলেন। বাড়িয়ে দিলেন ডান হাতটা। বলটা কার্যত চুম্বকের মতো তাঁর হাতে আটকে গেল।
বিরাট কী করবেন, কিছু বুঝতে পারছিলেন না। কার্যত স্থানুর মতো দাঁড়িয়ে ছিলেন তিনি। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ওদিকে গ্যালারিতে বসে মাথায় হাত অনুষ্কা শর্মারও। গোটা স্টেডিয়ামে এক আশ্চর্য্য নীরবতা নেমে আসে। যদিও গত ম্যাচে ভারত ৪৪ রানে জয়লাভ করেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য কী অপেক্ষা করছে, সেটাই আপাতত দেখার।