শেষ আপডেট: 8th March 2025 15:15
দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়াকে খেলতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আগামী রবিবার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হবে।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল রোহিত অ্যান্ড কোম্পানি। শেষ চারের লড়াইয়ে অজিরা ৪ উইকেটে পরাস্ত হয়। এই হারের পর পাকিস্তানের একটি সংবাদমাধ্যম দাবি করা হয়েছে, গ্লেন ম্যাক্সওয়েল নাকি ভারতকে জেতানোর জন্য এই ম্যাচে গড়াপেটা করেন এবং অস্ট্রেলিয়াকে হাকিয়ে দেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
According to Pakistan media "Maxwell ne match fix Kiya tha with India" ????????
— Wellu (@Wellutwt) March 7, 2025
RCB blood maxi ???????? pic.twitter.com/mRXwafXIZU
এই ভিডিওয় দেখা যাচ্ছে যে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের বিশ্লেষণাত্মক আলোচনা করা হচ্ছে। সেখানে একজন ক্রিকেট বিশেষজ্ঞ বলেন, 'আমরা সবসময় একটাই কথা বলি যে ম্যাক্সওয়েল ভেরি ওয়েল। কিন্তু, আজকের এই ম্যাচটা দেখার পর আমার মনে হয়েছে যে ম্যাক্সওয়েল আসলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছিলেন। কেন জানি না, আজ এই একটা কথাই আমার বারংবার মনে হচ্ছিল।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এর পিছনে মূলত দুটো কারণ রয়েছে। প্রথমত, যেভাবে ম্যাক্সওয়েল আউট হলেন সেটা অবশ্যই সন্দেহজনক। একটা বল আগেই ও ছক্কা মেরেছিল। ওই ছক্কা উনিই হাঁকাতে পারতেন। অ্যালেক্স ক্যারি এবং স্টিভ স্মিথ যেভাবে রান করেছিলেন, তাতে ম্যাক্সওয়েলের সামনে ৩০০ রানের মঞ্চ অনায়াসে তৈরি হয়েই গিয়েছিল। সকলেই ৩০০ রান স্কোরবোর্ডে দেখতে পাচ্ছিলেন। কিন্তু, সেটা তিনি করতে পারলেন না। দ্বিতীয়ত, যেভাবে তিনি কোহলির লোপ্পা ক্যাচ তিনি ছেড়ে দিলেন, সেটা সন্দেহ আরও মজবুত করে। ক্যামেরায় বারংবার ম্যাক্সওয়েলকে দেখানো হচ্ছিল। এরপর কোহলির সঙ্গে হাসিমুখে কথাও বলেন তিনি।'
কিন্তু, কেন ভারতের জন্য় ম্যাচ গড়াপেটা করতে যাবেন ম্যাক্সওয়েল? জবাবে ওই বিশ্লেষক বলেন, 'আইপিএল টুর্নামেন্টের লোভনীয় চুক্তির কারণেই এমনটা করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছে এটা এমন একটা চুক্তি যেটা কোনওদিন তারা হাতছাড়া করতে পারেন না। আমি তো ভারতের বিরুদ্ধে ম্যাক্সওয়েলকে কখনও বিধ্বংসী ব্যাটিং করতেই দেখিনি। '