শেষ আপডেট: 4th March 2025 13:08
দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত পোস্ট ইতিমধ্যে মুছে দেওয়া হয়েছে। তবু বিতর্ক কিছুতেই থামছে না।
গতকাল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) শারীরিক ওজন ও তাঁর অধিনায়কত্বকে বিদ্রূপ করে এক্স-হ্যান্ডেলে একটি পোস্ট করেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ (Shama Mohamed)। শামা লেখেন, ‘রোহিত শর্মা একজন ক্রীড়াবিদের সাপেক্ষে অনেকটাই মোটা। তাঁর ওজন ঝরানো উচিত। আর অবশ্যই তিনি ভারতের ক্রিকেটের (India) ইতিহাসে সবচেয়ে অপ্রতিভ অধিনায়ক।‘
আচমকা এহেন মন্তব্যের জেরে বিতর্ক জমতে সময় নেয়নি। প্রতিপক্ষ বিজেপি এমনকি শামার দল কংগ্রেসও তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করে। তৃণমূল সাংসদ সৌগত রায়ের মতো কেউ কেউ সুরে সুর মেলালেও বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিত্ব ও খেলার দুনিয়ার মানুষেরা শামা মহম্মদের বক্তব্যের তীব্র নিন্দা করেন।
এবার এই বিতর্কে যোগ দিলেন সুনীল গাভাসকারও। কংগ্রেস নেত্রীকে একহাত নিয়ে তিনি বলেন, ‘আমি বরাবর বলে এসেছি, যদি তুমি ছিপছিপে ছেলে পছন্দ করো, তাহলে মডেলিং প্রতিযোগিতায় (Modelling Competition) যাও আর মডেলদের (Model) মধ্যে থেকে কাউকে বেছে নাও। ক্রিকেট মডেলিং নয়।‘
এখানেই না থেমে ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগ করেন, ‘তুমি কেমন খেলছ এটাই গুরুত্বপূর্ণ। এর আগে সরফরাজ খানকেও এমন বিদ্রূপ শুনতে হয়েছিল। তার কারণ দীর্ঘ সময় ধরে সরফরাজের ওজন বেশি ছিল। কিন্তু যদি সে ভারতের হয়ে একটি ম্যাচে ১৫০ রান করে এবং তারপর দুটো বা তিনটি ম্যাচে পঞ্চাশের উপর রান থাকে, তাহলে সমস্যা কোথায়? আমার মনে হয় না ক্রিকেটের সঙ্গে ক্রিকেটারের আকার-প্রকারের কোনও সম্পর্ক আছে বলে। ক্রিকেট আসলে মানসিক শক্তির পরীক্ষা নেয়—আদৌ কতক্ষণ তুমি টিকে থাকতে পারো। ভাল ব্যাট করো, অনেক্ষণ ধরে খেলে যাও এবং রান হাঁকাও।‘