গাভাসকার-গম্ভীর-রোহিত
শেষ আপডেট: 7th March 2025 11:47
দ্য ওয়াল ব্যুরো: স্রেফ ‘ইমপ্যাক্ট’ নয়, কখনও কখনও ‘পরিসংখ্যান’ও গুরুত্বপূর্ণ। ৮-৯ ওভার নয়, ২৫-৩০ ওভারও ক্রিজে থাকা জরুরি। রোহিত শর্মাকে কেন্দ্র করে কোচ গৌতম গম্ভীরের উল্টো সুর শোনা গেল প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকারের গলায়।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা বড় রান করেননি। কিন্তু ওপেনে নেমে শুরুর ওভারে দ্রুত রান তুলেছেন। তারপর ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে আউট হয়েছেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর গম্ভীরকে সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করলে কোচ জানান, টিম ম্যানেজমেন্ট রোহিতকে এভাবেই কাজে লাগাতে চাইছে। ‘রেকর্ড’ নয়, ‘ইমপ্যাক্ট’ বা ‘প্রভাব’ দিয়েই ভারতীয় ওপেনারের গুরুত্বকে বিচার করতে হবে।
যদিও এই তত্ত্বকে মানতে নারাজ গাভাসকার। তাঁর যুক্তি, রোহিতের মতো ব্যাটার যত বেশিক্ষণ ক্রিজে থাকেন ততই টিমের জন্য মঙ্গল। তার ২৫ ওভার ব্যাটিং মানে প্রতিপক্ষের হাত থেকে ম্যাচ ফস্কে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা।
গাভাসকার বলেন, ‘এই রণকৌশল গত দু’বছর ধরে চলছে। শুরু হয়েছিল বিশ্বকাপ থেকে। আর তবে থেকে সেই ফর্মুলাই চলে আসছে। এভাবে খেলতে গিয়ে রোহিত কখনও সখনও সাফল্য পেয়েছে কিন্তু সেটা ওর প্রতিভার সাপেক্ষে যথেষ্ট নয়। ও সত্যি ভীষণ প্রতিভাবান ক্রিকেটার, যার আস্তিনে প্রচুর শট রয়েছে। এই খেলায় খুব কম খেলোয়াড়ের এমন দক্ষতা রয়েছে।‘
এরপর এর যুক্তি দিয়ে সুনীল বলেন, ‘আমি নান্দনিকতা বা দর্শকের আগ্রহের চোখ দিয়ে বলছি না। কিন্তু দলের প্রেক্ষিতে বলতে চাই, রোহিত যদি অন্তত ২৫ ওভারও ব্যাট করে, তাহলে ভারত ১৮০ রান তুলে ফেলবে। আর তখন যদি শুধুমাত্র দু’উইকেট পড়ে থাকে তাহলে ৫০ ওভার শেষে ৩৫০ রান বা তার চেয়েও বেশি তোলা সম্ভব।‘
তবে এক্ষেত্রে নাম না করে কোচের সমালোচনা নয়, গাভাসকার রোহিতকেও বিষয়টি নিয়ে ভাবতে বলেছেন। তাঁর বক্তব্য, ‘ রোহিতেরও বিষয়টি নিয়ে চিন্তা করা উচিত। আক্রমণাত্মক শট খেলা এক জিনিস। আর নিজেকে ২৫-৩০ ওভার ক্রিজে রাখা আরেক বিষয়। রোহিতও নিশ্চয় আগেভাগে আউট হওয়া নিয়ে খুশি নয়। যদি ও লম্বা সময় টিকে থাকে তাহলে বিপক্ষের থেকে ম্যাচ টেনে নিতে পারবে।‘
পাশাপাশি ‘ইমপ্যাক্টে’র তত্ত্বকেও মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন গাভাসকার। ভারতের প্রাক্তন ক্রিকেট তারকার জোরগলায় দাবি, ’২৩-৩০ ওভার ক্রিজে থেকে রান করাটাই ম্যাচ জেতানো ইমপ্যাক্ট। একজন ব্যাটসম্যান হিসেবে ২৫-৩০ রান করে কি তুমি সত্যি খুশি হও? হওয়া উচিত নয়! তাই আমি রোহিতকে একটাই কথা বলব: দলে তোমার প্রভাব বেশি পড়বে যদি ৮ কিংবা ৯ ওভার বাট করার বদলে ২৫ ওভার টিকে থাকো।‘