Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মর্নিংওয়াকে বেরিয়েছিলেন হায়দরাবাদের সিপিআই নেতা, চোখে লঙ্কাগুঁড়ো ছুড়ে গুলি করে মারল আততায়ীরাপ্রেমিকের সঙ্গে মিলে হবু বরকে খুন করেন তরুণী! 'ভুল' সংশোধনে আশার আলো দেখাল সুপ্রিম কোর্টছোট পর্দায় ফিরছেন সন্দীপ্তা, এবার হিন্দি সিরিয়ালের নায়িকা রূপে নিজেকে প্রমাণ করবেন 'দুর্গা' পণের জন্য মারধর, শ্বশুরের যৌন হেনস্থায় সায় ছিল স্বামীর! শেষমেশ মেয়েকে নিয়ে আত্মঘাতী বধূ'মমতার মতো প্রধানমন্ত্রী পার্টি আর সরকারি সভাকে গুলিয়ে ফেলেন না', খোঁচা দিলীপেরআত্মহত্যার হুমকি দিয়েছিলেন আগেই! ওড়িশায় ছাত্রী-মৃত্যুতে 'প্রাতিষ্ঠানিক হত্যা' বলছেন বিরোধীরা খেজুরির মেলায় দু'জনের মৃত্যুতে রাজনৈতিক তরজা, দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে পরিবারভারতে ঢুকল টেসলা, এসইউভি ওয়াই মডেল দিয়ে শুরু, দামের পুরো তালিকা দিল মাস্কের কোম্পানিমৃত্যু হয়েছিল অন্তত ১০ বছর আগে! হায়দরাবাদের কঙ্কাল কাণ্ডে মোড় ঘোরাল পুরনো ফোন, বাতিল নোটভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানি
Gautam Gambhir and Shah Rukh Khan

শাহরুখ নিজের বাড়িতেই গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিতে চেয়েছিলেন, সামনেই ছিলেন গোয়েঙ্কা

আইপিএলের মাঠে নয়, শাহরুখ খান মুম্বইতে নিজের বাসভবনে ডেকে গৌতম গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিতে চেয়েছিলেন।

শাহরুখ নিজের বাড়িতেই গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিতে চেয়েছিলেন, সামনেই ছিলেন গোয়েঙ্কা

গৌতম গম্ভীরকে স্নেহের চুম্বন শাহরুখের।

শেষ আপডেট: 28 May 2024 16:12

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের মাঠে নয়, শাহরুখ খান মুম্বইতে নিজের বাসভবনে ডেকে গৌতম গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিতে চেয়েছিলেন। এমনই দাবি সর্বভারতীয় এক ওয়েবসাইটের।

শাহরুখ খানের বাসভবন মন্নতে এক অনুষ্ঠানে এসেছিলেন গম্ভীর। সেইসময় পাশেই ছিলেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সেইসময় কিং খান গম্ভীরকে প্রস্তাব দিয়েছিলেন দশ বছরের চুক্তিতে কেকেআর মেন্টরের দায়িত্ব নিতে। পারিশ্রমিক কী হবে সেটি গম্ভীরকেই দায়িত্ব দিয়েছিলেন নাইট রাইডার্স মালিক। এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কেকেআরের মেন্টর হিসেবে এবার রীতিমতো সফল গম্ভীর। তিনি গত মরশুমে লখনউ দলের মেন্টর হয়েই দলকে প্লে অফে তুলেছিলেন। এবার কেকেআরকে নানা কৌশলে চ্যাম্পিয়ন করেছেন। তাঁর একেকটি মাস্টারস্ট্রোকে বাজিমাত হয়ে গিয়েছে। তিনি নারিনকে দিয়ে ওপেন করিয়েছেন। রাণার চোট থাকা সত্ত্বেও তাঁকে ছেঁটে ফেলেননি।

পাশাপাশি গুরবাজকে বসিয়ে ফিল সল্টকে দিয়ে ওপেন করিয়েছেন। রিঙ্কুকে বলে দিয়েছিলেন তাঁর লক্ষ্য হবে ১৫ থেকে ২০ রান, কিন্তু দলের আস্কিং রেট যাতে ঠিক থাকে। গম্ভীর দলের একনম্বর পেসার মিচেল স্টার্কের প্রতি আস্থা রেখে তাঁর থেকে সেরা বোলিং বের করে এনেছেন। সেই কারণেই কিং খানও চাইছেন গম্ভীর দীর্ঘমেয়াদি দায়িত্ব নিয়ে তাঁকে নিশ্চিন্ত করতে। কিন্তু বোর্ড ইতিমধ্যেই গম্ভীরকে ভারতের কোচ হিসেবে চান। কেকেআর মেন্টরও দেশের কোচিং করিয়ে তাঁর বহুদিনের স্বপ্ন পূরণ করতে প্রস্তুত।


ভিডিও স্টোরি