Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Gautam Gambhir KKR

সত্যের পথ ধরে যে চলে, তার রথ আজও টানেন কৃষ্ণ! চ্যাম্পিয়ন হওয়ার পরে গম্ভীর বার্তা

গম্ভীর এবার লোকসভা ভোটে বিজেপি-র হয়ে প্রচার করতে পারেননি। তিনি আগেই জানিয়েছিলেন, আইপিএলে তিনি এবার কেকেআর দলের সঙ্গে চুক্তিবদ্ধ, তিনি শাহরুখকে কথা দিয়েছেন দলের হয়ে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

সত্যের পথ ধরে যে চলে, তার রথ আজও টানেন কৃষ্ণ! চ্যাম্পিয়ন হওয়ার পরে গম্ভীর বার্তা

শেষ আপডেট: 27 May 2024 15:42

দ্য ওয়াল ব্যুরো: এক যুগ পরে নাইট দলে ফিরে চমক। গৌতম গম্ভীরের স্পর্শে বদলে গিয়েছে কেকেআর। তিনি দলের মালিক শাহরুখ খানের আস্থা অর্জন করতে পেরেছেন। তিনি হয়ে উঠেছেন দলের হেডস্যার। রবিবার ফাইনাল শেষে দেখা গিয়েছে কেকেআর মেন্টরকে কাঁধে তুলে নিয়েছেন রিঙ্কু, রমনদীপরা। সেইসময় গম্ভীর গৌতমের মুখেও হাসি খেলে গিয়েছে।

আইপিএলে এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পরে কেকেআর দলের সেনাপতি একটি টুইট করেছেন, তাতে তিনি হিন্দিতে লিখেছেন, যিনি সত্যের পথে চলেন, তাঁর রথ আজও টানেন কৃষ্ণ! এই কথার মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন, পরিষ্কার নয়। তবে তিনি যে ঠিকপথে এগিয়েছেন, সেটা দিনের আলোর মতো সাফ হয়ে গিয়েছে।

গম্ভীর এবার লোকসভা ভোটে বিজেপি-র হয়ে প্রচার করতে পারেননি। তিনি আগেই জানিয়েছিলেন, আইপিএলে তিনি এবার কেকেআর দলের সঙ্গে চুক্তিবদ্ধ, তিনি শাহরুখকে কথা দিয়েছেন দলের হয়ে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। সেটাই করেছেন প্রাক্তন নামী এই ক্রিকেটার। যিনি কলকাতা দলের দায়িত্ব নিয়ে বলেছেন, অবশেষে ঘরে ফিরলাম!

এমনিতেই গম্ভীর বিতর্কিত চরিত্র। তাঁর সঙ্গে আইপিএলের মঞ্চে বিরাট কোহলির ঝামেলা হয়েছিল গত মরশুমে, তিনি সেইসময় লখনউ দলের মেন্টর ছিলেন। এবার অবশ্য সেই বিতর্ক মিটিয়ে নিয়েছেন দুই মহাতারকাই। কোহলি ও গম্ভীর হাত মিলিয়েছেন দুটি ম্যাচ শেষেই। তবে গম্ভীর কেন এই বার্তা লিখলেন, সেই নিয়ে তুমুল জল্পনা।

তিনি কেকেআরের মেন্টর পদে থাকবেন? না ভারতীয় বোর্ডের প্রস্তাবে সাড়া দিয়ে জাতীয় দলের কোচ হবেন, সেই নিয়েও রহস্য দানা বাঁধছে।


ভিডিও স্টোরি