শেষ আপডেট: 27 May 2024 15:42
দ্য ওয়াল ব্যুরো: এক যুগ পরে নাইট দলে ফিরে চমক। গৌতম গম্ভীরের স্পর্শে বদলে গিয়েছে কেকেআর। তিনি দলের মালিক শাহরুখ খানের আস্থা অর্জন করতে পেরেছেন। তিনি হয়ে উঠেছেন দলের হেডস্যার। রবিবার ফাইনাল শেষে দেখা গিয়েছে কেকেআর মেন্টরকে কাঁধে তুলে নিয়েছেন রিঙ্কু, রমনদীপরা। সেইসময় গম্ভীর গৌতমের মুখেও হাসি খেলে গিয়েছে।
আইপিএলে এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পরে কেকেআর দলের সেনাপতি একটি টুইট করেছেন, তাতে তিনি হিন্দিতে লিখেছেন, যিনি সত্যের পথে চলেন, তাঁর রথ আজও টানেন কৃষ্ণ! এই কথার মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন, পরিষ্কার নয়। তবে তিনি যে ঠিকপথে এগিয়েছেন, সেটা দিনের আলোর মতো সাফ হয়ে গিয়েছে।
গম্ভীর এবার লোকসভা ভোটে বিজেপি-র হয়ে প্রচার করতে পারেননি। তিনি আগেই জানিয়েছিলেন, আইপিএলে তিনি এবার কেকেআর দলের সঙ্গে চুক্তিবদ্ধ, তিনি শাহরুখকে কথা দিয়েছেন দলের হয়ে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। সেটাই করেছেন প্রাক্তন নামী এই ক্রিকেটার। যিনি কলকাতা দলের দায়িত্ব নিয়ে বলেছেন, অবশেষে ঘরে ফিরলাম!
এমনিতেই গম্ভীর বিতর্কিত চরিত্র। তাঁর সঙ্গে আইপিএলের মঞ্চে বিরাট কোহলির ঝামেলা হয়েছিল গত মরশুমে, তিনি সেইসময় লখনউ দলের মেন্টর ছিলেন। এবার অবশ্য সেই বিতর্ক মিটিয়ে নিয়েছেন দুই মহাতারকাই। কোহলি ও গম্ভীর হাত মিলিয়েছেন দুটি ম্যাচ শেষেই। তবে গম্ভীর কেন এই বার্তা লিখলেন, সেই নিয়ে তুমুল জল্পনা।
তিনি কেকেআরের মেন্টর পদে থাকবেন? না ভারতীয় বোর্ডের প্রস্তাবে সাড়া দিয়ে জাতীয় দলের কোচ হবেন, সেই নিয়েও রহস্য দানা বাঁধছে।