শেষ আপডেট: 13th March 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে গৌতম গম্ভীরের পরিচয় আর আলাদা করে বলার দরকার নেই। টিম ইন্ডিয়ার ক্রিকেটার হিসেবে তিনি ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপের খেতাব জয় করেছেন। আপাতত তিনি ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। আর গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়া ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাবও জয় করেছেন। এই পরিস্থিতিতে অনেকের মনেই একটা প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে, টিম ইন্ডিয়ার কোচ হিসেবে গম্ভীর ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে কত টাকা বেতন পান? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গৌতম গম্ভীরের আগে ভারতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। সূত্রের খবর, বিসিসিআই তাঁকে বেতন হিসেবে বছরে ১২ কোটি টাকা দিত। কিন্তু, গম্ভীরের স্যালারি কত? ক্রিকট্র্যাকারে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে গম্ভীর বছরে ১৪ কোটি টাকা স্যালারি পেয়ে থাকেন। যদিও বিসিসিআই-এর পক্ষ থেকে এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত বছর টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জয় করার পরই ভারতীয় ক্রিকেট দলে হেড কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। এরপর ৯ জুলাই দ্রাবিড়ের ছেড়ে আসা সিংহাসনে বসানো হয়েছিল গম্ভীরকে। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার কোচ হিসেবে গম্ভীরের কেরিয়ার যথেষ্ট অম্ল-মধুর হলেও, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় অবশ্যই তাঁর কোচিং কেরিয়ারে একটি নয়া পালক যোগ করবে।
তবে শুধুমাত্র মোটা অঙ্কের মাইনে নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে আরও বেশ কয়েকটি সুযোগ সুবিধা পেয়ে থাকেন গম্ভীর। বিদেশ সফরের জন্য প্রতিদিনের ভাতা, বিমানে বিজনেস ক্লাসের টিকিট, বিলাসবহুল হোটেলের যাবতীয় খরচ এবং লন্ড্রির টাকাও দেয় বিসিসিআই। আগামী বছর ভারতীয় ক্রিকেট দলের সামনে ফের টি-২০ বিশ্বকাপ জয়ের হাতছানি রয়েছে ভারতের সামনে। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে ছাড়া গম্ভীর টিম ইন্ডিয়ার বৈতরণী পার করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।