শেষ আপডেট: 23rd July 2024 14:45
দ্য ওয়াল ব্যুরো: বোর্ড সচিব জয় শাহের সঙ্গে সম্পর্ক ভাল নয় গৌতম গম্ভীরের। এটি ভারতীয় ক্রিকেটে ওপেন সিক্রেট। এর আগে বারবার তাঁদের মধ্যে নানা সংঘাত লেগেছে। জয় কোনওদিন এই নিয়ে উচ্চবাচ্য না করলেও একতরফা বলে গিয়েছেন গম্ভীরই।
ভারতীয় দলের নয়া কোচ এর আগে বলেছিলেন, জয় ক্রিকেটের কী বোঝে! যাঁরা কোনওদিন ক্রিকেট খেলেননি, তাঁরাই ক্রিকেটের পদে বসে রয়েছেন। তাঁর কথার তির যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলের দিকে, সেটি না বললেও চলে।
শ্রীলঙ্কা সফরে রওনা হওয়ার আগে গম্ভীরকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। গম্ভীরকে প্রশ্ন করা হয়, আপনার সঙ্গে জয়ের এত সমস্যা হয় কেন? তিনি এগুলিকে নস্যাৎ করে জানিয়েছেন, ‘‘কে বলেছে জয়ের সঙ্গে আমার সম্পর্ক ভাল নয়? আমাদের মধ্যে কোনও বিষয়ে মতান্তর হতে পারে, তার মানে এই নয় যে, আমাদের মধ্যে সম্পর্ক ভাল নয়। বরং ওঁর সঙ্গে আমার পুরনো সম্পর্ক, সবসময় ওঁর সঙ্গে আমার কথা হয়। যেগুলি রটছে, সবটাই বানানো।’’
এমনকী এও শোনা গিয়েছিল গম্ভীর ভারতের মূল কোচ নির্বাচিত হওয়ার পরে বাকি সাপোর্ট স্টাফদেরও তালিকা পাঠিয়েছিল বোর্ডের কাছে। তাও মানেননি জয়। তিনি শুধু কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারকে নিয়েছেন জাতীয় দলে। তাঁর সঙ্গে আবার রোহিতেরও দারুণ সম্পর্ক। অনেকেই মানছেন, গম্ভীর নয়, অভিষেকের বিষয়ে বোর্ডকে প্রথমে জানান রোহিতই।
শ্রীলঙ্কা সফরে গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে ভারতের কোচ হিসেবে। রোহিতের সঙ্গে জুটি বেঁধে তিনি কাজ শুরু করবেন। ভারতীয় সিনিয়র দল তিনটি টি ২০ এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে সিরিজে। টি ২০তে ভারতের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব। আর ওয়ান ডে দলের দায়িত্বে থাকবেন রোহিত শর্মাই। তিনি আমেরিকা থেকে ছুটি কমিয়ে দলের সঙ্গে যোগ শুক্রবারই।