গৌতম গম্ভীর
শেষ আপডেট: 6th March 2025 11:45
দ্য ওয়াল ব্যুরো: দল চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনালে। চারটি ম্যাচের চারটিতেই জয়। বিশ্বকাপে নাস্তানাবুদ হতে হয়েছিল যে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে, তাদেরকেই সেমিফাইনালে হারিয়েছে দল। ফাইনালে নিউজিল্যান্ডের (New Zealand) মুখোমুখি হতে হবে, যাদের গ্রুপের লড়াইয়ে কুপোকাত পর্যন্ত করেছেন বিরাট, রোহিতরা।
তবু তৃপ্ত নন গুরু গম্ভীর (Goutam Gambhir)। ৯ মার্চ দুবাইয়ের মাঠে টুর্নামেন্টের অন্তিম যুদ্ধে নামার আগে তাঁর গলায় শোনা গেল আরও উন্নতি, আরও ভাল খেলার আর্জি। আত্মতুষ্টিতে ভোগার কোনও জায়গাই নেই; বরং, মাথা ঠান্ডা রেখে ‘নিখুঁত খেলা’টি খুঁজে বের করার জন্য সবাইকে একজোট হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
গম্ভীর বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় উন্নতির চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা কখনওই বলা উচিত না যে, তুমি সবকিছু সেরে ফেলেছ। এখনও নিখুঁত খেলা বাকি। তাই আমি পারফরম্যান্স নিয়ে কখনওই সন্তুষ্ট হব না।‘ কিউয়িদের বিরুদ্ধে এই ‘পারফেক্ট গেমে’রই সন্ধানে রয়েছেন কোচ গম্ভীর। ক্রমাগত উন্নতির পর সেদিন মাঠে এগারো জন ক্রিকেটার তাঁদের সেরা খেলাটি দিতে পারবেন, আশাবাদী গৌতম।
ইতিমধ্যে ভারতীয় দলের তরফ থেকে একাধিক ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বদল গ্রহণ করা হয়েছে। গম্ভীর কোচের কুর্সিতে বসার পরেই আরও বেশি করে ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামছেন অক্ষর প্যাটেল। শুধুমাত্র স্পিনার থেকে স্পিনার-অলরাউন্ডারে উন্নীত হয়েছেন তিনি। পাঁচ নম্বর স্লট মোটামুটি অক্ষরেরই দখলে। অন্যদিকে গ্রুপের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পেসার হর্ষিত রানাকে বসিয়ে সুযোগ দেওয়া হয় বরুণ চক্রবর্তীকে। সেই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পুরস্কার মেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ওই ম্যাচেও দলে জায়গা পান টিম ইন্ডিয়ার রহস্য স্পিনার।
এই ধরনের ছোটখাট বদলকে খেলোয়াড়দের কৃতিত্ব বলেই ব্যাখ্যা করেছেন গৌতম গম্ভীর। ক্রিকেটারদের ‘কমফোর্ট জোনে’র বাইরে বের করে আনলেই তাঁরা নিজেদের সেরা খেলাটি পেশ করবেন—গম্ভীরের বক্তব্য খুব সাফ। শুধু খেলোয়াড়রাই নন, ড্রেসিংরুমের সহকারী কোচ থেকে অন্যান্য স্টাফদেরও যে স্বচ্ছন্দের বদলে কমফোর্টের বাইরে থাকতে হয়, এদিন তাও স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর।