শেষ আপডেট: 3rd February 2025 19:56
দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যে শেষ হয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। এই সিরিজে সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া ৪-১ ব্যবধানে জয়লাভ করেছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে দুরমুশ করার পর ভারতীয় ক্রিকটারদের মন খুলে প্রশংসা করলেন গৌতম গম্ভীর। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে তিনি বললেন, কোনও ম্যাচের ফলাফল যখন আপনার পক্ষে আসতে শুরু করে, তখন সবকিছু ঠিকঠাকই হয়ে যায়। ১৪০-১৫০ কোটি জনগণের হয়ে প্রতিনিধিত্ব করার গুরুত্ব যে কতখানি, সেটা প্রত্যেক ভারতীয় ক্রিকেটার খুব ভাল করেই জানে।
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমার কাছে রবি বিষ্ণোই এবং বরুণ চক্রবর্তীর একত্রিত বোলিং যথেষ্ট গুরুত্বপূর্ণ। ব্যাট হাতে যতটা রান তোলা সম্ভব, ততটাই রান আমরা তুলতে চাই। সেই অনুসারে করতে চাই আক্রমণাত্মক ব্যাটিং। দর্শকদের আরও বেশি করে মনোরঞ্জন করতে চাই।'
তবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ আপাতত অতীত। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আয়োজিত এই ওয়ানডে সিরিজ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রথম ম্যাচটি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা এই ম্যাচ খেলার জন্য নাগপুরে পৌঁছে গিয়েছেন। এরপর দ্বিতীয় ম্যাচ আগামী ৯ ফেব্রুয়ারি কটকের বরাবাটি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি আগামী ১২ ফেব্রুয়ারি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুসারে প্রত্যেকটা ম্যাচই বেলা দেড়টা থেকে শুরু হবে।
ওয়ানডে সিরিজের প্রত্যেকটা ম্যাচের লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টসে করা হবে। পাশাপাশি প্রত্যেকটা ম্যাচের লাইভ স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টারে করা হবে।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটকিপার) এবং রবীন্দ্র জাদেজা।