Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Gautam Gambhir & KKR Quota

'কেকেআর কোটা' নিয়ে খোঁটা দেওয়া অতীত, গম্ভীরের কাছে 'ক্ষমা চাওয়া' মিমে ভরল সোশ্যাল মিডিয়া

শুধু সমালোচনা নয়। আজকাল ক্ষমা চাওয়ারও নয়া ট্রেন্ড মিম। আর সেই মিমের ছলেই ভারতীয় ক্রিকেট টিমের কোচ গৌতম গম্ভীরের কাছে ক্ষমা চাইলেন তাঁর সমালোচকদের বড় অংশ। ইস্যুর নাম 'কেকেআর কোটা'।

'কেকেআর কোটা' নিয়ে খোঁটা দেওয়া অতীত, গম্ভীরের কাছে 'ক্ষমা চাওয়া' মিমে ভরল সোশ্যাল মিডিয়া

বরুণ চক্রবর্তী-গৌতম গম্ভীর

শেষ আপডেট: 3 March 2025 06:14

দ্য ওয়াল ব্যুরো: শুধু সমালোচনা নয়। আজকাল ক্ষমা চাওয়ারও নয়া ট্রেন্ড মিম। আর সেই মিমের ছলেই ভারতীয় ক্রিকেট টিমের কোচ গৌতম গম্ভীরের (Goutam Gambhir) কাছে ক্ষমা চাইলেন তাঁর সমালোচকদের বড় অংশ। ইস্যুর নাম 'কেকেআর কোটা' (KKR Quota)।

ইদানীং ক্রিকেট নিয়ে ইস্যুভিত্তিক হরেক রকমের বুলি সামনে আসে। ঠিক এমনই একটি লব্জের নাম 'কেকেআর কোটা'। গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার (India) দায়িত্ব তুলে নেওয়ার আগে আইপিএলের (IPL) ফ্র্যাঞ্চাইজি টিম কলকাতা নাইট রাইডার্সের (KKR) কুর্সি সামলেছিলেন। তখন বরুণ চক্রবর্তী, শ্রেয়স আইয়ার, হর্ষিত রানাদের কোচ ছিলেন গম্ভীর।

ভারতীয় দলের দায়িত্বগ্রহণের পর চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাইয়ের সময় এই তিন খেলোয়াড় জায়গা পান। আর তাই নিয়ে সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজদের মতো ক্রিকেটারদের কেন ব্রাত্য করে রাখা হল, কেন চোট সারিয়ে অলৌকিক কামব্যাক করা ঋষভ পন্থ স্কোয়াডে থেকেও প্রথম একাদশে ঠাই পাবেন না--এই নিয়ে প্রশ্ন তোলেন গৌতম-বিরোধীরা। এর কারণ হিসেবে জানানো হয়, যেহেতু গম্ভীর একসময় নাইট রাইডার্সের কোচ ছিলেন, তাই টিম ইন্ডিয়ার গদিতে বসে পূর্বপরিচিত খেলোয়াড়দেরই বেছে নিয়েছেন তিনি। এটা একচোখামি, পক্ষপাত। সোশ্যাল মিডিয়ায় যা 'কেকেআর কোটা' নামে ছড়িয়ে পড়ে।

যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের পারফরম্যান্সের পর, বিশেষ করে নিউজিল্যান্ড ম্যাচ শেষে, একসময়ের বিরোধীরাই ইউ-টার্ন নিয়েছেন। স্কোরবোর্ডে ২৪৯ রানের পুঁজি নিয়ে বল করতে মাঠে নেমেছিলেন অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়ারা। ব্যাট হাতে সেই অল্প রান তুলতে কেন উইলিয়ামসনরা ব্যর্থ হন। ম্যাচ জিতে গ্রুপের বিজয়ী দল হিসেবে সেমিফাইনালে ওঠে ভারত। নায়ক কেকেআরে গৌতমের একদা-সৈনিক বরুণ চক্রবর্তী। পাঁচ উইকেট দখল করে দলকে জয়ের স্বাদ এনে দেন তিনি। অন্যদিকে ব্যাট হাতে ধুঁকতে থাকা টিমকে আড়াইশোর দোরগোড়ায় পৌঁছে দেন শ্রেয়স আইয়ার। মন্থর পিচে শ্রেয়সের করা ৯৮ বলে ৭৯ রানের ইনিংস ভারতকে লড়াই করার জায়গায় নিয়ে যায়।

এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একের পর এক মিম। একজন লেখেন, 'যদি বরুণ চক্রবর্তী কেকেআর কোটার হয়, তাহলে ভারতীয় দলে আমরা এমন অনেক কোটার খেলোয়াড় চাই।' আরেকজনের মন্তব্য, 'বরুণ এই উইকেটের জন্য উপযুক্ত। গম্ভীর আমি দুঃখিত। এই খেলার সঙ্গে আমি সত্যি অবগত নই।' এ ছাড়াও নানান ছায়াছবির দৃশ্য ও মুহূর্তকে মিলিয়ে বানানো কৌতুক সোশ্যাম মিডিয়ায় ভাইরাল হয়। দেখে নেন এমনই কিছু মিম:


ভিডিও স্টোরি