শেষ আপডেট: 5th March 2025 14:27
দ্য ওয়াল ব্যুরো: দল আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিরে বাইরে চলে গেছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও দেশের বাইরে চলে গেল। তাও ভারতের সৌজন্যে। যেখানে নীল রঙের জার্সি গায়ে ফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া
গ্লেন ম্যাক্সওয়েলের বলে ছক্কা হাঁকানোর পর ম্যাচ থেকে বিদায় নেয় পাকিস্তান। অন্যদিকে মাঠ থেকে ছুটি হয় পাকিস্তানের। তার কারণ, কাল যদি ভারত হেরে যেত আর অস্ট্রেলিয়া বিজয়ী দল হিসেবে ফাইনালে উঠত, তখন টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচ খেলা হত লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। এখন ভারত জিতে যাওয়ায় ফাইনাল হবে দুবাইয়ে।
এর কারণ, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে খেলা হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত আপত্তির জেরে পাকিস্তানে খেলতে অস্বীকার করে বিসিসিআই। এই নিয়ে ভারত ও আয়োজক দেশ পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে দীর্ঘদিন আকচাআকচি চলে। পরে আইসিসির মধ্যস্থতায় ঠিক হয়, ভারত তাদের গ্রুপ ও নকআউট, এমনকী ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাইয়ে খেলবে। বাকি দলগুলিকে নির্ধারিত সূচি মেনে পাকিস্তানের তিনটি স্টেডিয়ামে খেলতে হবে।
এই কারণেই আয়োজক দেশ হওয়া সত্ত্বেও ফাইনাল আয়োজনের সুযোগ থেকে বঞ্চিত হল পাকিস্তান। গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে এক অর্থে পাকিস্তানেরও ছুটি করেন রোহিতরা। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় বইতে শুরু করে মিমের প্লাবন।
যেমন একজন তাঁর এক্স-হ্যান্ডেলে লেখেন, ‘গদ্দাফি স্টেডিয়াম চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল’। সুমিত কাড়েল নামে অন্য একজনের সরস টিপ্পনি—‘ভারতের হাতে দুবাই থেকে ছুটি হল আয়োজক দল পাকিস্তানের। তিনটি ম্যাচ পাকিস্তানের সেরা তিনটি স্টেডিয়ামে বৃষ্টির জন্য ভেস্তে গেল। একটি সেমিফাইনাল পাকিস্তানের বাইরে খেলা হল। এখন ফাইনালও আয়োজিত হবে দুবাইয়ে। এর চেয়ে চরম অসম্মান ও আর্থিক লোকসান আর কিছুই হতে পারে না। আয়োজক হয়েও পাকিস্তান আয়োজক নয়।‘
আরেকজন নেটিজেন মজার ছলে লেখেন—‘তাহলে এটা চূড়ান্ত—২৩ ফেব্রুয়ারি: পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির বাইরে। ৪ মার্চ: চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের বাইরে।‘
দেখে নিন এমনই কিছু মিমের নমুনা:
Champions Trophy 2025 - Pakistan
— Sumit Kadel (@SumitkadeI) March 4, 2025
- Host team Pakistan knocked out of the tournament by India in Dubai.
- 3 matches washed out in their best stadiums.
- 1 Semi-Final played outside Pakistan.
- Now, the Final will also take place in Dubai instead of Pakistan.
This has been a… pic.twitter.com/iejOaxjTuz
So it's official:
— Adiii (@adiibhauu) March 4, 2025
23 Feb: Pakistan Champions Trophy Se bahar
4 March : Champions Trophy Pakistan Se bahar
This Shot show how champion trophy is going far away from Pakistan ???? pic.twitter.com/WtjEwT5evk
Pakistanis suffer a meltdown after India shifts the Champions Trophy final out of Pakistan
— Brutal Truth (@sarkarstix) March 4, 2025
1. Despairing meltdown pic.twitter.com/AfX0CygZux
Champions Trophy is in Pakistan.
— The Legal Man (@LegalTL) March 4, 2025
But Pakistan is not in #ChampionsTrophy
Final will be played in Pakistan.
But Pakistan is not in Final.
India is now in Final.
So Final is not in Pakistan.
???? ????
Ajeeb dastaan hain ye...#ChampionsTrophy2025