শেষ আপডেট: 24th August 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো: ধৈর্য হারাচ্ছেন মানুষ। যে কারণে টেস্ট ক্রিকেটের থেকে বিশ্বজুড়ে দাপট বাড়াচ্ছে নির্ধারিত ওভারের ফরম্যাট। টি২০ ক্রিকেট তো বটেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমায় ধুঁকছে ঐতিহ্যের টেস্ট ক্রিকেট। ক্রমে নিজের আধিপত্য হারানো এই ফরম্যাট নিয়ে চিন্তার ভাঁজ আইসিসির। এই আবহে তহবিল গড়ার পরিকল্পনা করল আইসিসি। টেস্ট ক্রিকেটের গরিমা ফেরাতে ১২৫ কোটি টাকা ব্যয় করতে চলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
জানা যাচ্ছে, এই তহবিল গড়ার প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়া। যাতে সায় দিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি জয় শাহ এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। রিপোর্টে বলা হয়েছে এই বিশেষ তহবিল ব্যবহার করে বাড়ানো হবে টেস্ট ক্রিকেটারদের বেতন। সঙ্গে বিদেশে ট্যুরের খরচও বাড়ানো হবে বলে খবর।
বিশ্বজুড়ে টেস্ট ক্রিকেটারদের ন্যূনতম ম্যাচ ফি ৮ লক্ষ টাকা। তহবিল তৈরি হলে এই ফি বাড়বে। বিশ্ব ক্রিকেটের ‘বিগ থ্রি’- ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড তাদের ক্রিকেটারদের জন্য এর চেয়ে বেশি অর্থ ব্যয় করে। তাই তহবিলের সুবিধা থেকে বাদ পড়েছে তারা।
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই তহবিলের পরিকল্পনা নিঃসন্দেহে দারুণ। সাদা বলের ক্রিকেটও পাল্লা দিতে পারবে টি২০-র মতো সীমিত ওভারের ফরম্যাটকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বাইর্ড আশাবাদী, টেস্টের ইতিহাস ও ঐতিহ্যের ধারাকে অব্যাহত রাখা যাবে ঋ তহবিলের কারণে।