শেষ আপডেট: 22nd March 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরু হচ্ছে শনিবার। কলকাতায় বসেছে উদ্বোধনী অনুষ্ঠানের আসর। তুঙ্গে উন্মাদনা। প্রথমদিন মুখোমুখি হচ্ছে আরসিবি ও কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে কোন ক্যাপ্টেন পাচ্ছেন সবচেয়ে বেশি পারিশ্রমিক? বাকিদের পকেটেই বা কত ঢুকছে? জেনে নিন।
অজিঙ্ক রাহানে
কলকাতা নাইট রাইডার্স
বেতন- ১.৫ কোটি টাকা
ঋতুরাজ গায়কোয়াড
চেন্নাই সুপার কিংস
বেতন- ১৮ কোটি টাকা
রজত পতিদার
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বেতন- ১১ কোটি টাকা
হার্দিক পান্ডিয়া
মুম্বই ইন্ডিয়ান্স
বেতন- ১৬.৩৫ কোটি টাকা
শুভমান গিল
গুজরাত টাইটনস
বেতন- ১৬.৫ কোটি টাকা
অক্ষর পটেল
দিল্লি ক্যাপিটালস
বেতন- ১৬.৫ কোটি টাকা
সঞ্জু স্যামসন
রাজস্থান রয়্যালস
বেতন- ১৮ কোটি টাকা
প্যাট কামিন্স
সানরাইজার্স হায়দরাবাদ
বেতন- ১৮ কোটি টাকা
শ্রেয়স আইয়ার
পাঞ্জাব কিংস
বেতন- ২৬.৭৫ কোটি টাকা
ঋষভ পান্থ
লখনউ সুপারজায়েন্টস
বেতন- ২৭ কোটি টাকা