শেষ আপডেট: 6th August 2024 20:42
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সের ফুটবল ফাইনালে চলে গেল ফ্রান্স। তারা দশ জনের মিশরকে ৩-১ গোলে হারিয়েছে। অতিরিক্ত সময়ে একটি লালকার্ডই পার্থক্য গড়ে দিয়েছে। ৪০ বছর পর প্রথম অলিম্পিক্স পদক পেল ফ্রান্স।
ফ্রান্সের লিঁওতে খেলার মূল সময় শেষ হয়েছিল ১-১ সমতায়। ৬২ মিনিটে লিড নিয়েছিল মিশর। এই গোল ৮৩ মিনিটে শোধ করে ফ্রান্স। অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে ৩-১ ব্যবধানে জয় পান ফরাসিরা।
ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন জ্যাঁ ফিলিপে মাতেতা। তাঁর পা থেকেই সমতাসূচক গোলটি পায় ফ্রান্স। মিশরের ওমর ফায়েদ লালকার্ড (৯২ মিনিটে দ্বিতীয়বারের মতো হলুদকার্ড) দেখার পর ফরাসিদের ২-১ ব্যবধানে এগিয়েও দেন ক্রিস্টাল প্যালেসের এই ফরোয়ার্ড। দ্বিতীয় গোলটি ম্যাচের ৯৯ মিনিটে দুর্দান্ত হেডের মাধ্যমে করেন মাতেতা।
খেলার ১০৮ মিনিটে মাইকেল অলিসের গোলে ব্যবধান ৩-১ করে ফ্রান্স। ১২০ মিনিটের ম্যাচে শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রাখে থিয়েরি অঁরির ছেলেরা।
শুক্রবার প্যারিসের পার্ক ডি’ প্রিন্সেসে ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। অন্যদিকে বৃহস্পতিবার তৃতীয় নির্ধারণী ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে মিশর।