
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত আইসিসির (ICC) প্রাক্তন এলিট আম্পায়ার (elite umpire) আসাদ রউফ (Asad Rauf)। মৃত্যুকালে (dies) এই পাকিস্তানি (Pakistan) আম্পায়ারের বয়স ছিল মাত্র ৬৬ বছর। মাত্র ১৩ বছরের আন্তর্জাতিক আম্পায়ারিং কেরিয়ারে ২৩১টি ম্যাচের দায়িত্ব সামলেছেন। ২০০০ সাল থেকে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের যাত্রা শুরু। যা অকালেই শেষ হয়ে যায় ২০১৩-তেই। জানা গিয়েছে, লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আসাদ রউফ।
২০০০ সাল থেকে কেরিয়ার শুরুর পর ২০০৬ সালে আইসিসির এলিট প্যানেলে স্থান পেয়েছিলেন আসাদ। পরবর্তী সাত বছরে তিনি পাকিস্তানের সবচেয়ে বিশিষ্ট আম্পায়ারদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। আলিম দারের পাশাপাশি রউফ পাক আম্পায়ারিংয়ের ‘মুখ’ হয়ে উঠেছিলেন আসাদ রউফ। তবে ২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়ানোর পর তাঁর আম্পায়ারিং অকালেই শেষ হয়ে যায়। ফিক্সিং কাণ্ডে মুম্বই পুলিশের তালিকায় নাম ছিল রউফের। এরপর ২০১৬ সালে আইসিসি তাঁকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে।
১৯৯৮ সালে পাকিস্তানে একটি প্রথম শ্রেণির ম্যাচে প্রথমবার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন আসাদ রউফ। এর দুই বছর পর ২০০০ সালে প্রথমবার আইসিসির একটি ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। এরপর ২০০৪ সালে আইসিসি-র ওডিআই প্যানেলে স্থান পেয়েছিলেন। সেখান থেকে ধাপে ধাপে উত্থান হয় তাঁর। তবে ২০১৩ সালে বুকিদের কাছ থেকে উপহার নেওয়ায় অকালেই তাঁর কেরিয়ারের সমাপ্তি ঘটে। শুধু স্পট ফিক্সিং কাণ্ডই নয়, সেসময় একজন মডেলের সঙ্গে যৌন কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছিল রউফের।