শেষ আপডেট: 9th April 2025 19:06
দ্য ওয়াল ব্যুরো: মঞ্চ তৈরি ছিল। রোহিত শর্মা বনাম বিরাট কোহলি। একজন ফর্মে নেই। অন্যজন ধীরে ধীরে ফর্মে ফিরছেন।
সোমবারের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দ্বৈরথে শেষ হাসি হাসলেন বিরাটই। নিজে রান পেলেন। দলও জিতল৷ অন্যদিকে মরশুমের চতুর্থ পরাজয়ের সাক্ষী থাকলেন রোহিত। পাশাপাশি নিজেও হারানো ছন্দ ফিরে পেলেন না। অনামা পেসার যশ দয়ালের ইনসুইং ডেলিভারিতে ক্লিন বোল্ড হলেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক।
আর এই নিয়েই জমে উঠেছে বিতর্ক। অধিনায়ক থেকে সাধারণ খেলোয়াড় হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার। ক্রমশ দেয়ালে পিঠ ঠেকছে রোহিতের। কোন যুক্তিতে এখনও খেলানো হচ্ছে তাঁকে—জটিল হচ্ছে বিতর্ক। এবার নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, ইয়ান বিশপদের মতো প্রাক্তন ক্রিকেটার। ধারাভাষ্য দিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন খেলোয়াড় যেমন বলে দেন, ‘মুম্বই রোহিত শর্মার থেকে অনেকখানি আশা করে। স্রেফ ১২-১৫ রানের ছোট ছোট ইনিংস নয়।’
একই সুর শোনা যায় রবি শাস্ত্রীর গলাতেও৷ বলেন, ‘সত্যি বলতে ধারাবাহিকতা জরুরি৷ যে সমস্ত দল টুর্নামেন্টে অনেক দূর যেতে চায় তাদের লাইন আপের গোড়ার ব্যাটসম্যানদের রান তুলতে হয়৷ রোহিত শর্মার থেকে ৪০০ রানের মরশুম প্রত্যাশিত। ফলে ১৫ রান, ২০ রানের ইনিংসকে ৪০ কিংবা ৬০-এ নিয়ে যেতেই হবে।’
প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্স কোচ মহেলা জয়বর্ধনেকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য ততটা আমল দিতে চাননি। তাঁর কথায়, ‘একটা কি দুটো ইনিংসের পর একজনের পারফরম্যান্স নিয়ে একই প্রশ্ন তোলার মানে হয় না। কিছুটা অন্যায্যই বটে। আমি যেমন রোহিতের শেষ স্মরণীয় ইনিংস বলতে চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের পারফরম্যানসকেই মনে করতে চাই৷ আমরা দলগতভাবে টিমের কোর গ্রুপকে পারফর্ম করার জন্য উজ্জীবিত রাখি৷ এটা সত্যি দুর্ভাগ্যের যে, রোহিত নেটে আঘাত পায়৷ আশা করছি, খুব তাড়াতাড়ি নিজের সেরা ফর্মে ফিরে আসবে।’