শেষ আপডেট: 13th March 2025 15:40
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ অনেকদিন ধরেই উঠেছিল। অবশেষে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। জানা গিয়েছে, তিনি নাকি কোকেন সরবরাহ করতেন। তবে স্বস্তির ব্যাপার এটাই যে অত্যাধিক মাদক সরবরাহের অভিযোগ ম্যাকগিলের বিরুদ্ধে তোলা হলেও, এই ব্যাপারে আদালত তাঁকে ক্লিনচিট দিয়েছে। অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, আদালতে যখন ম্য়াকগিলের সাজা ঘোষণা করা হচ্ছিল, সেইসময় এই অজি ক্রিকেটার গোমড়া মুখে দাঁড়িয়ে ছিলেন। আগামী ৮ সপ্তাহ পর তাঁর সাজা ঘোষণা করা হবে।
২০২১ সালের এপ্রিল মাসে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার স্টুয়ার্ট ম্য়াকগিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি নাকি ৩ লাখ ৩০ হাজার অস্ট্রেলিয় মুদ্রার কোকেন সরবরাহ করেছেন। যদিও সিডনি জেলা আদালতের বিচারক এই মামলায় তাঁকে নির্দোষ বলে দাবি করেছেন। কিন্তু, মাদক সরবরাহের ঘটনায় তিনি যে যুক্ত ছিলেন, সেকথা অস্বীকার করেননি তিনি। অভিযোগ, সিডনিতে অবস্থিত নিজের রেস্তোরাঁয় ঘনিষ্ঠ আত্মীয়র সঙ্গে তিনি মাদক সরবরাহকারীদের পরিচয় করিয়ে দিতেন।
ম্যাকগিল জানিয়েছেন, এই আলোচনার আড়ালে যে কোকেনের ব্যবসা চলছে, তা বিন্দুমাত্র জানতেন না তিনি। যদিও সরকারি আইনজীবী জানিয়েছেন, ম্যাকগিলের সম্মতি ছাড়া এই লেনদেন একেবারে সম্ভব ছিল না। ইতিপূর্বে, অপহরণের একটি মামলায় নাম জড়িয়েছিল ম্যাকগিলের। তিনি নিজেই দাবি করেছিলেন যে তাঁকে অপহরণ করা হয়েছে। অন্যদিকে, অপহরণকারীরা জানিয়েছিলেন, ম্যাকগিল নাকি স্বেচ্ছায় তাঁদের সঙ্গে গা ঢাকা দিয়েছিলেন। সেইসময়ও তাঁর বিরুদ্ধে মাদক সরবরাহের অভিযোগ উঠেছিল।
১৯৭১ সালে জন্মগ্রহণ করেন স্টুয়ার্ট ম্যাকগিল। অস্ট্রেলিয়ার হয়ে তিনি ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট খেলেছিলেন। তিনি মোট ৪৪ টেস্ট ম্য়াচ খেলেছিলেন। এরমধ্যে ৮৫ ইনিংসে তিনি ২০৮ উইকেট শিকার করেছিলেন। পাশাপাশি ব্যাট হাতে করেন ৩৪৯ রান। পাশাপাশি ৩ ওয়ানডে ম্য়াচে তিনি ৬ উইকেট শিকার করেন।