শেষ আপডেট: 7th September 2024 17:04
দ্য ওয়াল ব্যুরো: বাংলার অন্যতম শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব হল মোহনবাগান। ইংরেজদের হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড তারা জয় করেছিল। তারপর থেকে এই ক্লাবটি একাধিক সাফল্যের নজির কায়েম করেছে। তবে আই লিগ থেকে এই ক্লাবকে ২ বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। কিন্তু, এর পিছনে আসল কারণটা জানেন? আসুন, তাহলে আলোচনা করা যাক।
সালটা ছিল ২০১২। ৯ ডিসেম্বর কলকাতা ডার্বি ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচটি ঘিরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। এই ম্যাচের রেফারি বিষ্ণু চৌহান ওডাফা ওকোলিকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন।
এই ঘটনার পর মেরিনার্সরা কার্যত ক্ষোভে ফেটে পড়ে। গোটা স্টেডিয়ামের আবহ যথেষ্ট গরম হয়ে ওঠে। এরপর গ্যালারি থেকে শুরু হয় পাথর ছোঁড়া। একটি পাথর মোহনবাগান ফুটবলার রহিম নবির কপালে গিয়ে লাগে। নবি গুরুতর আহত হওয়ার পর বাগান কর্তারা সিদ্ধান্ত নেন যে তাঁরা আর দ্বিতীয়ার্ধে খেলবেই না।
এই একটা সিদ্ধান্তের কারণেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন মোহনবাগানকে ২ বছরের জন্য নির্বাসিত করে। তাদের যাবতীয় ম্যাচ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল এবং মেরিনার্সদের পরবর্তী ম্যাচগুলোও বাতিল করে দেওয়া হয়।
২০১৩ সালের ১৫ জানুয়ারি মোহনবাগানকে আবারও আই লিগ খেলার পারমিশন দেওয়া হয়। কিন্তু, আগেকার যাবতীয় পয়েন্টস কেটে নেওয়ার জন্য সবুজ-মেরুন ব্রিগেডকে আবারও শূন্য থেকে শুরু করতে হয়। পাশাপাশি একটা মোটা অঙ্কের টাকাও ক্ষতিপূরণ হিসেবে দিতে হয়েছিল। এই ঘটনার ক্ষত আজও মেরিনার্সদের হৃদয়ে দগদগে হয়ে রয়েছে।