শেষ আপডেট: 10th November 2024 22:36
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সেরা গোলকিপার তিনি। সম্প্রতি সুযোগ পেয়েছে জাতীয় ফুটবল দলে। রবিবার (১০ নভেম্বর) ওড়িশা এফসি-র বিরুদ্ধে আরও একবার দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন তিনি। বলা ভালো, বিশালের নিশ্চিন্ত হাতেই হার বাঁচাতে পেরেছে মোহনবাগান সুপার জায়ান্ট।
ম্যাচের প্রথমার্ধে ফ্রি-কিক থেকে একটি গোল হজম করলেও, দ্বিতীয়ার্ধে ওড়িশার সামনে তিনি অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে রইলেন। দু-দু'বার তিনি ওড়িশার নিশ্চিত গোল আটকে দিলেন। এরমধ্যে একটা গোল আবার বাগানের প্রাক্তন প্রাণভ্রমরা রয় কৃষ্ণার ছিল। কী হয়েছিল ঘটনাটি? আসুন, জেনে নেওয়া যাক।
ম্যাচের ৭৩ মিনিটে একবার ভয়ঙ্কর হয়ে উঠেছিল ওড়িশা। ওড়িশার একটি ফ্রি-কিক থেকে বক্সের মধ্যে বলটা এসেছিল। মোর্তাদা ফল বলটা পেয়েছিলেন। তাঁর প্রথম গোলমুখী শটটা বাঁচিয়ে দেন বিশাল কাইথ। ফিরে আসা বলে আবারও শট নিয়ে গোল করার চেষ্টা করেছিলেন অ্যামায়।
30 seconds of pure chaos inside the box! ????#OFCMBSG #ISL #LetsFootball #OdishaFC #MBSG #ISLMoments | @OdishaFC @mohunbagansg pic.twitter.com/TnZQia0g8S
— Indian Super League (@IndSuperLeague) November 10, 2024
কিন্তু, তিনিও ব্যর্থ হলেন। বক্সের মধ্যে টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শেষপর্যন্ত স্নায়ুর লড়াইয়ে মোহনবাগান জয়লাভ করে। এরপরই বিশালের জন্য প্রশংসার ঝড় বইতে শুরু করে।
তবে এখানেই শেষ নয়। ৮১ মিনিটে আরও একবার ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন ওড়িশার ফরোয়ার্ড রয় কৃষ্ণা। তিনি বল নিয়ে বক্সের মধ্যে ঢুকেও গিয়েছিলেন। অবশেষে অসাধার দক্ষতায় বলটা কেড়ে নিলেন বিশাল। এরপর ফিজির এই ফুটবলারের আর কিছু করার ছিল না। একটা সামান্য ভুল হলেই এই জায়গায় পেনাল্টি হতে পারত। কিন্তু, কাইথের পারফরম্য়ান্স আরও একবার সকলের নজর কাড়ে। এই দুটো পরিস্থিতিতে বিশালের 'পাঞ্জা' না থাকলে, মেরিনার্সদের হার যে অবধারিত ছিল, তা সকলেই কার্যত স্বীকার করে নিয়েছেন।