শেষ আপডেট: 24th November 2024 09:37
দ্য ওয়াল ব্যুরো: শনিবার (২৩ নভেম্বর) জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্য়াচে মেরিনার্সরা ৩-০ গোলে জয়লাভ করেছে। একটি করে গোল করেছেন টম অলড্রেড, লিস্টন কোলাসো এবং জেমি ম্যাকলারেন। পাশাপাশি, পয়েন্টস টেবিলেও মোহনবাগান শীর্ষে উঠে এসেছে।
তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, দীর্ঘ বিরতির পর মাঠে নেমে আরও একটি ক্লিনশিট অর্জন করলেন মোহনবাগান সুপার জায়ান্ট দলের গোলরক্ষক বিশাল কাইথ। ২০২৪-২৫ মরশুমে বিশাল দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। এখন পর্যন্ত মোহনবাগান মোট আটটি ম্য়াচ খেলেছে। এরমধ্যে চারটে ম্য়াচেই তিনি ক্লিনশিট অর্জন করেছেন।
জামশেদপুরের এই জয়ের পর পুরনো একটি বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। বাগান সমর্থকদের একাংশ প্রশ্ন করতে শুরু করেছেন, এমন অভাবনীয় সাফল্যের পরও কেন বিশাল কাইথকে জাতীয় ফুটবল দলে সুযোগ দেওয়া হচ্ছে না? আসলে, সম্প্রতি মালয়েশিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে ভারতীয় ফুটবল দল। এই ম্য়াচে গোলরক্ষক হিসেবে গুরপ্রীত সিং সান্ধুর উপরেই ভরসা রেখেছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ মানোলো মার্কোয়েজ। কিন্তু, এই ম্য়াচে গুরপ্রীত এমন একটি শিশুসুলভ ভুল করেন, যে কারণে ভারত এই ম্য়াচটা জিততে পারেনি। তার থেকেও বড় কথা, ভারতীয় ফুটবল দলের দায়িত্ব মার্কোয়েজ গ্রহণ করার পর থেকেই নীল বাঘেরা জয়ের মুখ দেখতে পায়নি।
বিশালের পারফরম্য়ান্সের শুধুমাত্র মোহনবাগান সমর্থকরাই নয়, গোটা দেশের ফুটবলপ্রেমীরাই বেশ সন্তুষ্ট। এই মরশুমে আটটি ম্য়াচের মধ্যে তিনি মাত্র আটটি গোল হজম করেছেন। এরমধ্যে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধেই তিনটে গোল হজম করতে হয়েছিল। যদি গত মরশুম অর্থাৎ ২০২৩-২৪ আইএসএল টুর্নামেন্টের দিকে তাকানো যায়, তাহলেও তিনি ৯ ক্লিনশিট বজায় রেখেছিলেন। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবল সমর্থকদের প্রশ্ন যে একেবারে অন্যায্য নয়, তা বলা যেতেই পারে।