শেষ আপডেট: 7th January 2025 15:20
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলে সই করলেন ভেনেজুয়েলার জাতীয় দলের ফরোয়ার্ড রিচার্ড সেলিস। গতকালই যুবভারতী থেকে খালি হাতে ফিরতে হয়েছে লাল হলুদ ব্রিগেডকে। আক্রমণভাগ ধারালো করতে সেলিস আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন বলেই মনে করা হচ্ছে।
আজ ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সেলিসের প্রতিভা, দক্ষতাকে কাজে লাগাতে চায় ক্লাব। আইএসএলের অন্তিম পর্ব চলছে। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের এগারো নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল।
১১ জানুয়ারি ডার্বি। আনোয়ারের চোট। মূল পর্বে যাওয়ার সম্ভাবনা অথৈ জলে। এসবের মধ্যে সেলিসকে সই করিয়ে খড়কুটো ধরে ভেসে থাকার মরিয়া চেষ্টা চালাতে চাইছে ইস্টবেঙ্গল। হয়তো প্রশমিত করতে চাইছে সমর্থকদের ক্ষোভও! উল্লেখ্য, মরশুমের মাঝপথে হাঁটুর চোটের কারণে ছিটকে যান মাদিহ তালাল। তাঁর জায়গাতেই চুক্তিবদ্ধ হয়েছেন সেলিস।
ভেনেজুয়েলার জাতীয় দলের হয়ে ২০২১ সালের ৮ জুন প্রথমবার মাঠে নামেন রিচার্ড সেলিস। বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ের সেই ম্যাচে মোটে ৭ মিনিট খেলেছিলেন তিনি। সেই বছরই কোপা আমেরিকাতেও সেলিসকে দেখা যায়। প্রথম ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে নেমেছিল ভেনেজুয়েলা। যদিও তিন গোলে হারের মুখ দেখতে হয়।