শেষ আপডেট: 4th November 2024 17:13
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির ময়দানে এবার একসঙ্গে পা রাখল কলকাতার তিন ফুটবল প্রধান। ইস্টবেঙ্গল, মহমেডান এবং মোহনবাগান। এমন ঘটনা এর আগে কখনও দেখতে পাওয়া যায়নি। ২০২৪ নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনৎ দে-র সমর্থনে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওয় বক্তব্য রেখেছেন দেবব্রত সরকার, দেবাশিস দত্ত এবং কামারুদ্দিন। এমনকী, আইএফএ সচিব অনির্বাণ দত্ত পর্যন্ত সনৎ দে-র প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত, কলকাতার তিন ফুটবল প্রধানের মন্তব্য একত্রিত করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে সোমবার শেয়ার করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কে কী বললেন?
ইস্টবেঙ্গল এফসি-র শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, 'সনৎ দে একজন দক্ষ সংগঠক। আমরা যতবার ওঁর থেকে ফুটবল সংক্রান্ত সাহায্য চেয়েছি, ততবারই আমাদের সাহায্য করেছে। সেটা অনুশীলন হোক কিংবা ম্যাচ, সর্বদা আমাদের পাশে দাঁড়িয়েছে।'
মোহনবাগান সুপার জায়ান্ট দলের অন্যতম কর্মকর্তা দেবাশিষ দত্ত আবার বললেন, 'আমরা যতবার নৈহাটি স্টেডিয়ামে খেলতে গিয়েছি, ততবারই ওঁর সাহায্য পেয়েছি। উনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক। নৈহাটি স্টেডিয়ামকে যেভাবে মেইনটেন করেন, সেটা অবশ্যই শিক্ষণীয়।'
পাশাপাশি মহমেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মহম্মদ কামারউদ্দিন বললেন, 'সনৎ দে-র থেকে আমরা যখন যা সাহায্য চেয়েছি, তখনই সেটা পেয়েছি। এটা অনেক বড় একটা ব্যাপার।'
এদিকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, 'সনৎ বাবুর সঙ্গে আমার সম্পর্ক আইএফএ সূত্রেই। উনি একজন দুর্দান্ত কাজের মানুষ। ওঁর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ফুটবলের ব্যাপারে ওঁর থেকে আইএফএ প্রচুর সাহায্য পেয়েছে।'
বাংলা ফুটবল উন্নয়নে নৈহাটি স্টেডিয়াম যে একটা বড়সড় ভূমিকা গ্রহণ করেছে, সেটা আর আলাদা করে বলে অনেকেই মনে করেন। আর এই স্টেডিয়ামের উন্নয়নে নৈহাটির তৃণমূল নেতা তথা অধুনা উপনির্বাচনে প্রার্থী সনৎ দে-র ভূমিকা মুখে মুখে ঘোরে। কিন্তু, শাসকদলের কোনও প্রার্থীর জন্য এর আগে কখনও কলকাতার তিন ফুটবল প্রধানের ক্লাবকর্তারা এভাবে প্রচার করেননি। ময়দানের সঙ্গে জড়িতদের একাংশ বলছেন, এই ঘটনা সত্যিই নজিরবিহীন।