শেষ আপডেট: 10th January 2025 20:02
দ্য ওয়াল ব্যুরো : হাতে বাকি নেই আর ২৪ ঘণ্টা সময়ও। শনিবার (১০ ডিসেম্বর) গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই ম্যাচ শুরু হবে। ইতিমধ্যেই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে। এবার সেই আঁচই আরও খানিকটা গনগনে করে দিলেন অভিনেতা সুব্রত দত্ত।
ম্যাচের আগের দিন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, শনিবাসরীয় কলকাতা ডার্বিতে কোন দলকে সাপোর্ট করবেন। জবাব দিতে এক সেকেন্ডও দেরি করলেন না সুব্রত দত্ত। বললেন, 'আমি বরাবরই মোহনবাগান।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমি বাঁকুড়ার ছেলে। ছোটবেলায় ডার্বি নিয়ে আমরা যথেষ্ট মাতামাতি করতাম। যা হয় আর কী! সুব্রত ভট্টাচার্য্য়ের খেলা আজও মনে গেঁথে আছে। কোনও বন্ধুর বাড়িতে মোহনবাগানের পতাকা উড়ত, কারোর বাড়িতে আবার ইস্টবেঙ্গলের। সব মিলিয়েই খুব মজা হত। আজও সুযোগ পেলে সেইসব দিনে ফিরে যেতে চাই।'
শক্তির বিচারে শনিবারের ম্য়াচে মোহনবাগান হয়ত কিছুটা এগিয়ে রয়েছে। কিন্তু, আবেগের বিচারে পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও। লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত তারা ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের অবস্থা বেশ কঠিন। তারা ১৪ ম্যাচে মাত্র ১৪ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। গত ম্য়াচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তারা ৩-২ গোলে পরাস্ত হয়েছে। এবার ডার্বির মহারণে কোন দলের মুখে শেষ হাসি দেখতে পাওয়া যায়, তারই অপেক্ষা করছে দুই দলের সমর্থকরা।