শেষ আপডেট: 29th November 2024 08:55
দ্য ওয়াল ব্যুরো: সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে এই নামটা একেবারে অচেনা নয়। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত বেঙ্গালুরু এফসি-র হয়ে ইন্ডিয়ান সুপার লিগ খেলে যাচ্ছেন।
বুধবার মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসি। এই ম্যাচে বেঙ্গালুরু ২-১ গোলে জয়লাভ করেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ম্য়াচে বেঙ্গালুরুর হয়ে একটি গোল করেছেন সুনীল ছেত্রী। বাকি একটি গোল মহমেডানের ফুটবলার ফ্লোরেন্ট ওজিয়ারের আত্মঘাতী শট থেকে এসেছে।
যাইহোক সেকথা। ম্যাচের পর সাংবাদিকরা ছেঁকে ধরেছিলেন সুনীলকে। তাঁর কাছে আইএসএল টুর্নামেন্টে প্রতিটা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে গোল করার অনুভূতি প্রসঙ্গে জানতে চাওয়া হয়। জবাবে তিনি জানিয়েছেন, যে এবার বয়স হচ্ছে।
ইতিমধ্যে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে এই বয়সে এসেও কীভাবে এত গোলের খিদে থাকে। জবাবে সুনীল ছেত্রী বলেন, 'যেদিন মরব, ওইদিনও গোলের খিদে থাকবে। আমি যে প্রত্যেকদিন গোল করতে পারি, এমনটা একেবারেই নয়। কিন্তু, একেবারে প্রথমদিন থেকে এই খিদেটা আমার মধ্যে রয়েছে। প্রতিটা ম্য়াচেই আমি গোল করতে চাই।'