শেষ আপডেট: 3rd September 2024 16:00
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ ইন্টার কন্টিনেন্টাল কাপ ইতিমধ্যে দরজায় কড়া নাড়তে শুরু করেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। চলবে আগামী ৯ তারিখ পর্যন্ত। এই টুর্নামেন্টে ভারতের পাশাপাশি সিরিয়া এবং মরিশাসও অংশগ্রহণ করতে চলেছে।
তবে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিওয় দেখা সুনীল এবং বাইচুংয়ের মধ্যে একটি সংক্ষিপ্ত কথোপকথন দেখা যাচ্ছে।
এই ভিডিওয় সুনীলের কাছে বাইচুং তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। সেইসময় সুনীল কয়েক মুহূর্তের জন্য ভুলে যান যে আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি অবসর গ্রহণ করেছেন। ভুল করে বলে ফেলেন যে ৩ সেপ্টেম্বর মরিশাসের বিরুদ্ধে খেলতে নামবেন। যদিও সঙ্গে সঙ্গেই তিনি নিজের ভুলটা বুঝতে পারেন।
প্রসঙ্গত, মঙ্গলবার অর্থাৎ ৩ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরিশাসের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। ইগর স্টিম্যাচের হাত থেকে দায়িত্ব গ্রহণ করার পর ভারতীয় ফুটবল দলের হেড কোচ মানোলো মার্কোয়েজ এই প্রথমবার বড় পরীক্ষার মুখে পড়তে চলেছেন। ভারত এই টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন। সুনীলের নেতৃত্বেই জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া। তবে এবার তাঁকে আর দেখতে পাওয়া যাবে না।
২০২৪ ইন্টার কন্টিনেন্টাল কাপের সরাসরি সম্প্রচার Sports18 3 টেলিভিশন চ্যানেলে দেখতে পাওয়া যাবে। এছাড়া Jio Cinema-য় দেখা যাবে লাইভ স্ট্রিমিং। এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচই ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে। ভারত বনাম মরিশাস ম্যাচটি হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।