শেষ আপডেট: 17th January 2025 21:04
দ্য ওয়াল ব্যুরো : ব্রাইট এনবাখোরের কথা মনে আছে? ইস্টবেঙ্গল এফসি'র হয়ে খেলতে এসেছিলেন। লাল-হলুদ সমর্থকরা তাঁকে ভালবেসে নাম দিয়েছিলেন 'উজ্জ্বল-দা'। এফসি গোয়ার বিরুদ্ধে তিনি একক দক্ষতায় অসাধারণ একটি গোল করেছিলেন। আইএসএল ইতিহাসে অন্যতম সেরা গোল হিসেবে সেটা আজও লেখা রয়েছে। ঠিক সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করলেন ব্রাইটেরই দেশের সতীর্থ স্টিফেন এজে।
ম্যাচের ৬০ মিনিটে ঘটে গেল সেই অবিশ্বাস্য ম্য়াজিক। বাগানের গোল পোস্টের প্রায় ৬০ গজ দুরত্বে বলটা পেয়েছিলেন এজে। এরপর তিনি দৌড় শুরু করেন। একেবারেই আনমার্কড ছিলেন। মোহনবাগানের ৩ ডিফেন্ডারকে অনায়াসেই পরাস্ত করলেন তিনি। অবশেষে কার্যত একক মুন্সীয়ানায় বক্সের মধ্যে ঢোকেন। তারপর সেই অবিশ্বাস্য গোলের সাক্ষী হল ভারতীয় ফুটবল। ম্য়াচের ফলাফল আপাতত ১-১।
ইতিপূর্বে ম্য়াচের প্রথমার্ধে শুভাশিস বসুর গোলে অবশ্য এগিয়ে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের ২৬ মিনিটে বাগানের হয়ে গোলের খাতা খুলে দিয়েছিলেন তিনি। কিন্তু, দ্বিতীয়ার্ধে সেই গোল পরিশোধ করলেন স্টিফেন। এই ম্য়াচের লড়াই যে ইতিমধ্যে জমে উঠেছে, তা বলা যেতেই পারে।
Man this is such an unbelievable goal by Stephen Eze ????#isl
— Hari (@Harii33) January 17, 2025
pic.twitter.com/tu8ilQCuQh