শেষ আপডেট: 18th January 2025 20:43
দ্য ওয়াল ব্যুরো : শনিবার (১৮ জানুয়ারি) মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। সৌজন্য়ে বাগানের পরবর্তী নির্বাচন। এই ইস্যুকে কেন্দ্র করে সমর্থকদের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়। এমনকী, চেয়ার তুলে মারামারির অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন উঠতে শুরু করেছে যে সিলেকশন না ইলেকশন, কোন পথে এগোচ্ছে মোহনবাগানের ভবিষ্যৎ? সমর্থকরা ইতিমধ্যে বিষয়টা নিয়ে তীব্র জল্পনা শুরু করেছে।
প্রথমেই জেনে নেওয়া যাক ঘটনার প্রেক্ষাপট। এদিন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা করা হয়। তবে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল বাগানের নির্বাচন। যদিও এই বৈঠকে সাংবাদিক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু বাগানের নির্বাচনের পক্ষে সওয়াল করতে শুরু করেছিলেন। এই মন্তব্যের পালটা জবাব দেন বাগানের বর্তমান সচিব দেবাশিস দত্ত। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এমনকী ক্লাবের বার্ষিক সাধারণ সভায় চেয়ার তুলেও মারামারি শুরু হয়ে যায়।
বৈঠক শেষে সৃঞ্জয় বসু জানালেন, 'আমাদের দাবি একটাই। এই নির্বাচনটা স্বচ্ছ্বভাবে করা হোক। যে প্রক্রিয়ায় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে নির্বাচন হয়, সেটা অত্যন্ত স্বচ্ছ্ব। তিন বছরের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এবার এই প্রক্রিয়া ফলো করা হোক। আমার শুধুমাত্র একটাই অনুরোধ। এই কমিটি ২০২১ সালে যেভাবে দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছিল, এবছরও যেন সেই দ্রুততার সঙ্গে গোটা বিষয়টা সম্পন্ন করা হয়।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমি দাঁড়াই কিংবা না দাঁড়াই, ক্লাবে নির্বাচন হওয়া উচিত। সদস্যেরা যাঁকে চাইবেন, তাঁকেই ক্লাব চালানোর জন্য় নিয়ে আসা উচিত। সেটা নিয়ে আমার কোনও বক্তব্য নেই। পরিবারের কোনও ঝামেলা, সেই পরিবারের মধ্যে আলোচনা করেই মেটানো উচিত। সেখানে সামান্য তর্কাতর্কি হতেই পারে।'
সিলেকশন না ইলেকশন কোনটা হবে মোহনবাগান ক্লাবে? এই প্রসঙ্গে সৃঞ্জয় বসু শেষকালে বললেন, 'সেটা তো পরে দেখা যাবে। সদস্যরা যদি কেউ দাঁড়াতে না চায়, তাহলে সিলেকশন হবে। আর যদি দাঁড়াতে চায়, তাহলে অবশ্যই ইলেকশন হবে।'