শেষ আপডেট: 4th November 2024 15:08
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই স্বস্তির হাওয়া বইছে মোহনবাগান সুপার জায়ান্টে। শনিবার (২ নভেম্বর) এএফসি-র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ইরানে খেলতে না গিয়ে কোনও ভুল করেনি মেরিনার্সরা। সেকারণে তাদের কোনও জরিমানার মুখেও পড়তে হবে না।
তবে সেইসঙ্গে আরও একটি 'শর্ত' যোগ করা হয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-য়ে আর অংশগ্রহণ করতে পারবে না সবুজ-মেরুন ব্রিগেড। আর এই জায়গাতেই আপত্তি তুলেছেন বাগান সচিব সৃঞ্জয় বসু। তিনি কার্যত বলেই দিলেন, সবুজ-মেরুন ব্রিগেডের সঙ্গে দ্বিচারিতা করেছে এএফসি।
এক্সট্রা টাইম বাংলাকে একটি ইন্টারভিউ দিতে গিয়ে সৃঞ্জয় বসু বললেন, 'এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে মোহনবাগান কেমন খেলেছিল, সেটা আপনারা সকলেই দেখেছেন। আমি আজ অবধি কখনও শুনিনি, এএফসি মেনে নিচ্ছে যে পরিস্থিতির শিকার হয়েই মোহনবাগান খেলতে যেতে পারেনি। তাহলে কীভাবে দলটাকে শাস্তি দেওয়া হচ্ছে?'
তিনি আরও যোগ করলেন, 'মোহনবাগান যদি দোষ করেই থাকে, তাহলে তুমি পুরো শাস্তি দাও। অর্ধেকটা শাস্তি তো আর দিতে পারো না। প্রথমে বলছ যে পরিস্থিতির শিকার হয়েই মোহনবাগান খেলতে পারেনি। তারপর তুমি আবার বলছ যে ধরে নিচ্ছি তুমি ইচ্ছাকৃতভাবে খেলতে আসনি। তাই তোমাকে আর খেলতে দিলাম না। এমনটা তো আর হয় না।'
প্রসঙ্গত, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ট্রাক্টর এফসি-র বিরুদ্ধে খেলতে ইরানে যাওয়ার কথা ছিল মোহনবাগানের। কিন্তু, আচমকা ইরানে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়ায়, গোটা ছবিটাই একেবারে বদলে যায়। সবুজ-মেরুন ব্রিগেডের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, ম্যাচের থেকে ফুটবলারদের নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেকারণে কার্যত বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই মর্মে মোহনবাগানের পক্ষ থেকে একটি হলফনামা জমা দেওয়া হয়েছিল। সেখানে দলের ৩৫ জন ফুটবলার এবং সংশ্লিষ্ট স্টাফরা সই করে ইরানে না যাওয়ার ব্যাপারে সহমত পোষন করেন।