মোহনবাগান ক্লাবের ঝামেলা নিয়ে মুখ খুললেন শিলটন পাল
শেষ আপডেট: 19th January 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো : মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের বার্ষিক সাধারণ বৈঠকে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তা নিয়ে ক্রমশ জলঘোলা হতে শুরু করেছে। যদিও ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বিষয়টি একেবারেই 'ছোট ঘটনা'। এত বড় একটা ক্লাবে এই ঘটনাটি একেবারেই বিক্ষিপ্ত। এই ব্যাপারে মুখ খুললেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রাক্তন গোলরক্ষক শিলটন পাল।
এই ব্যাপারে রবিবার দ্য ওয়ালের পক্ষ থেকে মোহনবাগান ক্লাবের প্রাক্তন 'বাজপাখি' শিলটন পালের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বললেন, 'যদি হয়ে থাকে, তাহলে এটা একেবারেই কাম্য নয়। আমি যতদিন এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম, ততদিন দেখে এসেছি মোহনবাগান ক্লাবের সমর্থকরা যথেষ্ট নম্র এবং ভদ্র। তবে বার্ষিক সাধারণ সভায় এমন ঘটনা একেবারে নতুন কিছু নয়। কখনও শান্তভাবে হয়, কখনও বা আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আবারও বলব, যদি এমন কিছু হয়েও থাকে সেটা কখনই প্রত্যাশিত নয়।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই বৈঠকে সাংবাদিক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু বাগানের নির্বাচনের পক্ষে সওয়াল করতে শুরু করেছিলেন। এই মন্তব্যের পালটা জবাব দেন বাগানের বর্তমান সচিব দেবাশিস দত্ত। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এমনকী ক্লাবের বার্ষিক সাধারণ সভায় চেয়ার তুলেও মারামারি শুরু হয়ে যায়।
তবে শিলটন একথাও জানিয়েছেন যে তিনি যেহেতু ঘটনার সময় উপস্থিত ছিলেন না, তাই এই ব্যাপারে খুব বেশি কিছু বলতে পারবেন না। তবে তিনি বললেন, 'মোহনবাগান ক্লাবের নির্বাচন সঠিক সময়েই হওয়া উচিত। আমি নিজে মোহনবাগান ক্লাবের সদস্য। আগেও এই ক্লাবে আমি ভোট দিয়েছি। আশা করি, বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেই নির্বাচন আয়োজন করা হবে।'