শেষ আপডেট: 7th December 2024 21:28
দ্য ওয়াল ব্যুরো : সবেমাত্র ইস্টবেঙ্গল এফসি সুখের মুখ দেখতে শুরু করেছে। কিন্তু, এখনই যে এমন একটি দুর্ঘটনা ঘটে যাবে, সেটা লাল-হলুদ সমর্থকরা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। শনিবার (৭ ডিসেম্বর) চেন্নাইন এএফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মশালবাহিনী। এই ম্যাচে তারা ২-০ গোলে জয়লাভও করেছে।
এই ম্যাচেই ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার সাউল ক্রেসপো মারাত্মক চোট পেয়েছেন। ৫৪ মিনিটে একটি ফাউলের কারণে তাঁর এই চোট লাগে। অবস্থা এতটাই গুরুতর ছিল যে তিনি উঠে দাঁড়াতেও পারলেন না। শেষ পর্যন্ত স্ট্রেচারে শুইয়ে তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হল।
এই পরিস্থিতিতে লাল-হলুদ সমর্থকদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, তাহলে কী পরের ম্যাচে ক্রেসপো আর খেলতে পারবেন না? কারণ, হাতে তো খুব একটা বেশি সময় নেই। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১২ ডিসেম্বর তাদের ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নামতে হবে। মাঝের এই ক'দিনের মধ্যে আদৌ ২৮ বছর বয়সি ইস্টবেঙ্গলের এই স্প্যানিশ মিডফিল্ডার রিকভারি করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
তবে ম্যাচের শেষে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ যা জানালেন, সেটা শুনে লাল-হলুদ সমর্থকরা খুব একটা খুশি হবেন না। অস্কার বললেন, 'সাউলের পেশিতে টান ধরেছে। সোমবার প্রাথমিক স্ক্যান করানো হবে। তারপরই গোটা বিষয়টা স্পষ্ট হবে। তবে আপাতত দেখে যা মনে হচ্ছে, ওকে কমপক্ষে ২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।'
অন্যদিকে, চেন্নাইন এফসি-র বিরুদ্ধে এই জয় ইস্টবেঙ্গলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। লিগ টেবিলের পয়েন্ট তালিকায় তারা ১৩ নম্বর থেকে ১১ নম্বরে উঠে এসেছে। ৯ ম্যাচে তারা মোট ৭ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে প্রথম ১০-এর মধ্যে আসতে গেলে এখনও পরপর দুটো ম্য়াচ জিততে হবে। কারণ ১০ নম্বরে কেরালা ব্লাস্টার্স ১১ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই তালিকায় একেবারে নীচে নেমে গিয়েছে মহমেডান এসসি। তারা ১০ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করেছে।