শেষ আপডেট: 8th January 2025 16:56
দ্য ওয়াল ব্যুরো : হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ১১ জানুয়ারি কলকাতা ডার্বির আয়োজন করা হয়েছে। ৯০ মিনিটের লড়াইয়ে দেখা যাবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি-কে। এই অবস্থায় লাল-হলুদ ব্রিগেড কোমর বেঁধে অনুশীলন শুরু করে দিয়েছে।
ইতিমধ্যে ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা গেল তারকা স্প্যানিশ ফুটবলার সাউল ক্রেসপোকে। প্রিয় তারকাকে দেখতে পেয়ে লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাসের বাঁধ ভেঙে গিয়েছে। কিন্তু, আগামী ডার্বি ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
প্রসঙ্গত, চলতি মরশুমে ওড়িশার বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন সাউল ক্রেসপো। এরপর থেকে ইস্টবেঙ্গলের হয়ে বেশ কয়েকটা ম্যাচে তিনি খেলতে পারেননি। চিকিৎসার জন্য তিনি দেশে ফিরে গিয়েছিলেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছিল, কবে এই স্প্যানিশ তারকা আবারও ভারতের মাটিতে পা রাখবেন? অবশেষে যাবতীয় জল্পনার অবসান হল।
এদিকে, সাউলের পাশাপাশি চোট পেয়েছে মাদিহ তালালও। কিন্তু, ক্রেসপোর তুলনায় তালালের চোট অনেকটাই গুরুতর। সেকারণে গোটা মরশুম থেকেই ছিটকে গিয়েছেন। তালালের পরিবর্ত ফুটবলার হিসেবে মঙ্গলবার (৭ ডিসেম্বর) ইস্টবেঙ্গল দলে যোগ দিয়েছেন ভেনেজুয়েলার ফরোয়ার্ড রিচার্ড সেলিস। কিন্তু, তাঁকেও ডার্বি ম্যাচে নামানো হবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে মোহনবাগানের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করে ইস্টবেঙ্গল, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।
২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল আপাতত ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। গত ১৪ ম্যাচে তারা মাত্র ১১ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, এই তালিকার শীর্ষে রাজত্ব করছে মেরিনার্সরা। এমন একটি অসম প্রেক্ষাপটে মশালবাহিনী জ্বলে উঠতে পারে কি না, সেটাই আপাতত দেখার।