শেষ আপডেট: 7th February 2025 00:38
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সন্তোষ ট্রফির খেতাব জয় করেছে বাংলা ফুটবল দল। ফাইনাল ম্য়াচে তারা কেরলকে ১-০ গোলে পরাস্ত করেছে। ফাইনালে বাংলার হয়ে জয়সূচক গোলটি করেছেন রবি হাঁসদা। এই জয়ের পর থেকেই বাংলা ফুটবল দলকে নিয়ে যথেষ্ট মাতামাতি শুরু হয়ে গিয়েছে।
প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। এছাড়া রাজ্যের বিভিন্ন ফুটবল ক্লাব তো সম্মান জানাচ্ছেই। ইতিমধ্যে সন্তোষজয়ী বাংলা ফুটবল দলকে নিয়ে গান বাঁধলেন ভুবন চট্টোপাধ্যায়। অ্যালবামের নাম ভারত জয়ী বাংলা।
ভুবন এর আগেও ফুটবল নিয়ে গান লিখে সুর করেছেন। তিনি ময়দানে যেমন প্রাক্তন ফুটবলার, পাশাপাশি গায়ক হিসেবেও নিজের নামের সুবিচার করেছেন। বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রেস ক্লাবে হাজির ছিলেন বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের কোচ সঞ্জয় সেন। ছিলেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য রবি হাঁসদা এবং বুধিরাম টুডু। প্রাক্তন ফুটবলারদের মধ্যে ছিলেন শ্যামল বন্দ্যোপাধ্যায় ও রহিম নবি। ভুবন ছাড়াও তাঁর স্ত্রী কাকলির গান সকলের নজর কেড়েছে।
ভুবনের এই সৃষ্টি নিয়ে বলতে গিয়ে সঞ্জয় সেন জানিয়েছেন, "এর আগেও ভুবনের অনুষ্ঠানে আমি এসেছি। খুবই আন্তরিকভাবে নিজের এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলার এই সাফল্য নিয়ে গান হবে আমি ভাবতে পারিনি।" প্রাক্তন ফুটবলার শ্যামল বন্দ্যোপাধ্যায় বলেছেন, "ভুবনের গান আমাদের ফুটবলারদের অন্যভাবে প্রেরণা সৃষ্টি করে।"