শেষ আপডেট: 8th January 2025 19:11
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি সন্তোষ ট্রফি জয় করেছে বাংলা ফুটবল দল। বুধবার এই দলকে সংবর্ধনা দিল ভবানীপুর ফুটবল ক্লাব। বাংলা ফুটবল দলকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন টুটু বসু, অরূপ বিশ্বাস, শিশির ঘোষ, সুব্রত ভট্টাচার্য, শিলটন পাল, অনির্বাণ দত্ত এবং কুণাল ঘোষ। এই অনুষ্ঠানে বাংলার ফুটবলারদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
দলের এই সাফল্যে স্বাভাবিকভাবে খুব খুশি কোচ সঞ্জয় সেন। তিনি বললেন, 'শুধুমাত্র ফুটবল নয়, বাংলার প্রত্যেকটা খেলার জন্যই এটা একটা অনুপ্রেরণা। সরকার আজ যেটা দিয়েছে, তা থেকে বাংলার প্রত্যেকটা খেলোয়াড় উদ্বুদ্ধ হবে। বাংলার প্রত্যেকটা খেলাধুলো এর থেকে উপকৃত হবে। মোটিভেশন পাবে। বাংলার অন্যান্য খেলাধুলোও যদি এভাবে সাফল্য পায়, আশা করি সরকার তাদেরও হাত খুলে এমন পুরস্কার দেবেন।'
প্রসঙ্গত, কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাংলা ফুটবল দলকে সম্মান জানিয়েছিলেন। সেখানে তিনি কৃতী ফুটবলারদের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে চাকরির ঘোষণা করেন। অবশেষে বুধবার সেই প্রতিশ্রুতি পালন করা হল। পাশাপাশি সঞ্জয় সেন আরও যোগ করেন, 'বাংলার ফুটবলাররা যে সম্মান পাচ্ছে, এটা তাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি।'
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্তোষ ট্রফির ফাইনাল ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে বাংলার বিরুদ্ধে খেলতে নেমেছিল কেরালা। গোটা ম্যাচের নির্ধারিত সময়ে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। অবশেষে ৯০+৪ মিনিটে রবি হাঁসদার গোলে জয়লাভ করে বাংলা।
বাংলার ফুটবল কোচের কথায়, তবে এই পারফরম্যান্স বাংলার ফুটবলারদেরই ধরে রাখতে হবে। এরা কেউ ফিডিং বোতলে করে খায় না। গতকাল দেখলাম একজন শিল্পী তাঁর জন্মদিনের পার্টিতে ফিডিং বোতলে করে কী সব খেয়েছেন। কিন্তু, এরা কেউ ফিডিং বোতলে করে দুধ খায় না। এই ফুটবলাদের আলাদা করে কিছু বলার নেই। এরা যথেষ্ট সচেতন। নিজেদের ভালটা খুব ভাল করেই বোঝে। আগামীদিনে এরা আরও ভাল খেলবে, এইটুকু নিশ্চয়তা দিতেই পারি।