শেষ আপডেট: 1st January 2025 13:01
দ্য ওয়াল ব্যুরো : বাংলার ক্যাবিনেটে আরও একবার ফিরে এসেছে সন্তোষ ট্রফি। ফাইনাল ম্যাচে কেরালার বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা। এই ম্যাচে রবি হাঁসদার শেষ মুহূর্তের গোলে জয়লাভ করেছে বাংলার। পাশাপাশি হায়দরাবাদের জিএমসি বালাযোগি স্টেডিয়ামে ৩৩ তম সন্তোষ ট্রফির খেতাব জয় করল বাংলা।
এই জয়ের পিছনে বাংলা ফুটবল দলের কোচ সঞ্জয় সেনের চাণক্য নীতি রয়েছে। গত ৭ বছর বাংলা সন্তোষ ট্রফির খেতাব জিততে পারেনি। তা নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়ও। শেষপর্যন্ত সঞ্জয়ের হাতেই শাপমোচন হল বাংলা ফুটবলের।
তিনি বললেন, 'বাঙালি হিসেবে যে বাংলার জন্য ট্রফিটা ফিরিয়ে আনতে পেরেছি, এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। ট্রফিটা নিয়ে যে বাংলায় ফিরতে পারব, এটা আমাকে আনন্দ দিচ্ছে।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৫ সালে এই সঞ্জয় সেনের কোচিংয়েই প্রথমবার আই-লিগ খেতাব জয় করেছিল মোহনবাগান। ফাইনাল ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেড খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। ফাইনাল ম্যাচটা ১-১ গোলে ড্র হলেও, পয়েন্টের ব্যবধানে মোহনবাগানের হাতেই শেষপর্যন্ত উঠেছিল খেতাব।
মঙ্গলবার রাতে (৩১ ডিসেম্বর) সন্তোষ ট্রফির খেতাব জয় করার পর সেই আই-লিগ খেতাব নিয়েও সঞ্জয় সেনকে প্রশ্ন করা হয়। জিজ্ঞাসা করা হয়, এই দুটো জয়ের মধ্যে কোনটা এগিয়ে রাখতে চান সঞ্জয় সেন।
জবাবে বাংলা ফুটবল কোচ বললেন, 'দুটোই একেবারে ভিন্ন অভিজ্ঞতা। দীর্ঘ ১৩ বছরের খরা কাটিয়ে আই-লিগ জেতার অভিজ্ঞতা একেবারে আলাদা ছিল। ৪৪ বছর পর মহমেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আইএফএ শিল্ড জয় আরেকরকম অভিজ্ঞতা। এছাড়া রয়েছে ফেডারেশন কাপও। তবে এটা আমার কোচিং কেরিয়ারে একেবারে নতুন একটা পালক। তবে বাংলা ফুটবলের কোচ হিসেবে এই জয়টা আমার কাছে অনেক বেশি সম্মানের। সকলের প্রত্যাশা মেটাতে পেরেছি। সেকারণে ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই।'