শেষ আপডেট: 1st January 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো : বাংলা ফুটবল দলের দায়িত্ব যখন গ্রহণ করেছিলেন, তখন কম সমালোচনা শুনতে হয়নি। বাংলা ফুটবল দল যে সন্তোষ ট্রফি জিততে পারবে, এমন কল্পনাও কেউ করতে পারেননি। তবে শেষপর্যন্ত দায়িত্ব গ্রহণ করে লেটার মার্কস নিয়ে পাশ করলেন সঞ্জয় সেন। ম্য়াচের শেষে সাংবাদিক বৈঠকে তিনি সেই উচ্ছ্বাস আর চেপে রাখতে পারলেন না।
সঞ্জয় সেন বললেন, 'এটা একটা দারুণ অনুভূতি। ভারতবর্ষে ক্লাবস্তরে যত ট্রফি রয়েছে, প্রত্যেকটাই আমি জিতেছি। তবে ২৭ বছরের কোচিং কেরিয়ারে এই প্রথমবার বাংলার দায়িত্ব পেয়েছিলাম। আজ দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। আমি এই জয়ের কৃতিত্ব বাংলার ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের দিতে চাই।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'বিজয়া দশমীর দিন থেকে আমরা অনুশীলন শুরু করেছিলাম। গত আড়াই মাস ধরে কঠোর পরিশ্রম করেছি। মাথায় রেখেছি যেন লক্ষ্য বিচ্যুতি না হয়। এই জয়ের হাত ধরে যে বাংলা ফুটবলের সুদিন কিছুটা হলেও ফিরল, এটা দেখেই খুব ভাল লাগছে।'
প্রসঙ্গত, ফাইনাল ম্য়াচে দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছিল। ৯০+৪ মিনিটে রবিকে লক্ষ্য করে আদিত্য থাপা দুরন্ত হেডে বক্সের মধ্যে বলটা পাঠিয়েছিলেন। এরপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বলটা কেরালার জালে জড়িয়ে দিতে রবির কোনও সমস্যাই হয়নি। এই নিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফির খেতাব জয় করল বাংলা।
সবশেষে তিনি বললেন, 'বাঙালি হিসেবে যে বাংলার জন্য ট্রফিটা ফিরিয়ে আনতে পেরেছি, এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। ট্রফিটা নিয়ে যে বাংলায় ফিরতে পারব, এটা আমাকে আনন্দ দিচ্ছে।'