শেষ আপডেট: 7th January 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো : চলতি আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল একেবারে ভাল জায়গায় নেই। ১৪ ম্যাচে তারা মাত্র ১৪ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। আর সেকারণেই পয়েন্টস টেবিলেও তারা ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতেই দলের হাত ধরলেন ভেনেজুয়েলার তারকা ফরোয়ার্ড রিচার্ড সেলিস।
রিচার্ডের আগমনে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে ইতিমধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। মরশুমের মাঝপথেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন মাদিহ তালাল। তাঁর জায়গাতেই রিচার্ডকে দলে নেওয়া হয়েছে। কিন্তু, সমর্থকদের একাংশ প্রশ্ন তুলছেন, ভেনেজুয়েলার এই ফুটবলার ইস্টবেঙ্গলের এই কঠিন পরিস্থিতি কতটা অনুকূল করতে পারবেন? উইকিপিডিয়া থেকে প্রাপ্ত পরিসংখ্যান বলছে, শেষ ২৫ ক্লাব ফুটবল ম্যাচে তিনি মাত্র দুটোই গোল করতে পেরেছেন। পাশাপাশি জাতীয় দলের হয়ে চারটে ম্যাচ খেললেও তিনি একটাও গোল করতে পারেননি।
২০২২ সালে তিনি তিনি লোনে মিলোনারিওস ক্লাবে যোগ দিয়েছিলেন। এই ক্লাবের হয়ে ১৯ ম্যাচে তিনি মাত্র একটাই গোল করতে পেরেছিলেন। এরপর ২০২৪ সালে তিনি অ্যাকাডেমিয়া পুয়ের্তো কাবেলো নামের একটি ফুটবল ক্লাবে যোগ দেন। এই ক্লাবে তিনি ৬ ম্যাচ খেললেও সেই একটাই গোল করেছেন। এই পরিস্থিতিতে লাল-হলুদ মশালের আলো তিনি কতটা উজ্জ্বল করতে পারবেন, তা নিয়েও প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
আগামী ১১ জানুয়ারি মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। পয়েন্ট টেবিলের বিচারে এই ম্যাচ তো গুরুত্বপূর্ণ বটেই, পাশাপাশি দুটো দলের সমর্থকদের কাছেই এটা আবেগের বিস্ফোরণ। এই পরিস্থিতিতে ডার্বি ম্যাচে রিচার্স সেলিসকে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ খেলাতে নামান কি না, সেদিকেই আপাতত ইস্টবেঙ্গল তাকিয়ে রয়েছে।