শেষ আপডেট: 9th May 2024 15:58
দ্য ওয়াল ব্যুরো: প্রথম লেগের সাক্ষাতে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের ফল হয়েছিল ২-২। ফিরতি লেগে ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত রিয়াল ছিল ১-০ গোলে পিছিয়ে। সবাই ধরে নিয়েছিল রিয়ালের আশা এবারের মতো শেষ। কিন্তু ফুটবল দেবতা যে এক্ষেত্রে অন্যরকম ভেবে রেখেছেন, সেটি ভাবা যায়নি।
রিয়াল কোচ কার্লোস আনসেলোত্তিও অন্যরকম ভেবেছিলেন। তিনি রিজার্ভ বেঞ্চের সামনে পায়চারি করছিলেন ঠিকই, কিন্তু তিনিও আশা ছেড়ে দিয়েছিলেন। দু’মিনিটের ব্যবধানে রিয়াল গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছে।
জোড়া গোল করলেন সুপার সাব হোসেলু। ৮১ মিনিটে ফেডে ভালভের্দের পরিবর্তে মাঠে নামলেন। ৮৯ মিনিটে করলেন প্রথম গোল এবং দুই মিনিট পরে ইনজুরি টাইমে দ্বিতীয় গোল করলেন তিনি।
হোসেলুর জোড়া গোলেই ঘুরে গেলো ভাগ্যের চাকা। যেখানে এতক্ষণ বায়ার্ন মিউনিখকেই ফাইনালিস্ট ধরে নিয়েছিল সবাই, সেখানে তাদের বিদায় করেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেলো রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলে রিয়ালের পক্ষে ফল ৪-৩ গোলের ব্যবধান।
বিরতির পরে রিয়ালের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে গিয়ে বায়ার্নই প্রথমে গোল দিয়ে বসে। ৬৮ মিনিটে আলফান্সো ডেভিস গোল করে এগিয়ে দেন বায়ার্নকে। কিন্তু শেষ মুহূর্তে দুই মিনিটের ব্যবধানে বায়ার্নের স্বপ্ন চূর্ণ করে ফাইনালে পৌঁছে গেল রিয়াল। এই নিয়ে মোট ১৮বার ইউরোপ সেরার লড়াইয়ে ফাইনালে উঠল স্প্যানিশ দলটি।