শেষ আপডেট: 24th October 2024 15:24
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিকের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। এই ম্যাচে প্রচারের যাবতীয় আলো কেড়ে নিলেন বার্সা ফুটবলার রাফিনহা। ব্রাজিলিয়ান উইঙ্গার এই ম্য়াচে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন। আর সেই সুবাদেই বার্সেলোনা ৪-১ গোলে জয়লাভ করেছে।
এই ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে দেখতে পাওয়া যায় রাফিনহাকে। প্রথম মিনিটেই গোল করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। এরপর ১৮ মিনিটে ইংল্যান্ডের ফুটবলার হ্যারি কেন বায়ার্নের হয়ে সমতা ফিরিয়ে এনেছিলেন। আশা করা হয়েছিল, দুটো দলের মধ্যেই হয়ত হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।
কিন্তু, জার্মানির এই ফুটবল ক্লাবের কপালে সুখ দীর্ঘস্থায়ী হল না। ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠলেন রবার্ট লেওয়ানডস্কি। তিনি নিজের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধেই ৩৬ মিনিটে গোল করলেন। আর সেইসঙ্গে বার্সেলোনা ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায়।
এরপর বাকি ম্যাচে শুধুমাত্র 'রাফিনহা শো' দেখতে পাওয়া গেল। ম্যাচের ৪৫ মিনিট এবং ৫৮ মিনিটে আরও দুটো গোল করে তিনি নিজের হ্যাটট্রিক পূরণ করলেন। আর সেইসঙ্গে ইউরোপীয় ফুটবলে বার্সার কর্তৃত্ব আরও একটা স্পষ্ট হয়ে গেল। আগামী রবিবার (২৭ অক্টোবর) ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে ১২টায় রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলতে নামবে বার্সেলোনা। এল ক্লাসিকোর আগে এই জয় বার্সাকে যে অনেকটাই অক্সিজেন দেবে, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।