শেষ আপডেট: 10th January 2025 16:40
কলকাতা ডার্বির আঁচ ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। শনিবাসরীয় (১১ জানুয়ারি) ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি আরও একবার মুখোমুখি খেলতে নামছে। তবে চলতি ইন্ডিয়ান সুপার লিগে লাল-হলুদ ব্রিগেড একেবারে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেনি। যদিও ডার্বি ম্যাচের আগে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স একেবারেই খাটো করে দেখতে নারাজ রহিম নবি।
দ্য ওয়াল-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, ইস্টবেঙ্গলের অবস্থা আপাতত পিছিয়ে পড়া ঘোড়ার মতো। যে কোনও সময়ই তারা প্রতিপক্ষকে টেক্কা দিতে পারে। লাল-হলুদের এই প্রাক্তন ফুটবলারের কথায়, 'মোহনবাগান অবশ্যই ভাল দল। এই দলে একাধিক ভাল ফুটবলার রয়েছে। কিন্তু, ডার্বি ম্যাচে হালকাভাবে প্রতিপক্ষকে নিলে মোহনবাগানকে অবশ্যই পস্তাতে হবে। এই ম্যাচে দুটো দলের কাছেই জয়ের ফিফটি-ফিফটি সম্ভাবনা রয়েছে।'
প্রসঙ্গত, ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে শুরুটা যারপরনাই খারাপ করেছিল ইস্টবেঙ্গল এফসি। প্রথম ৬ ম্যাচে তারা হারের ডবল হ্যাটট্রিক করেছিল। পাশাপাশি দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন দলের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত। দলের ফিটনেস নিয়েও দেখা গিয়েছিল একাধিক সমস্যা। তবে অস্কার ব্রুজোঁ দায়িত্ব গ্রহণ করার পর থেকে অনেকটাই হাল ফিরেছে ইস্টবেঙ্গলের। বেশ কয়েকটা ম্যাচে তারা জয়লাভ করেছে। যদিও গত ম্যাচে তারা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হেরে আপাতত পয়েন্টস টেবিলে ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে।
গঙ্গাসাগর মেলার কারণে এবারের ডার্বি ম্যাচ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা সম্ভব হয়নি। সেকারণে কলকাতার সমর্থকরা যে এই ডার্বি ম্যাচের উত্তেজনা মিস করবেন, তাও জানিয়ে দিলেন নবি। বললেন, 'এটা আমার খুবই খারাপ লেগেছে। কলকাতা ডার্বি হচ্ছে বাঙালির কাছে একটা আবেগ। কিন্তু, কলকাতার বাইরে যদি ডার্বি ম্যাচের আয়োজন করা হয়, সেই আবেগটাই আর থাকে না। এই সিদ্ধান্ত সঠিক না ভুল, সেই মন্তব্য আমি করব না। তবে এটা সত্যিই হতাশাজনক।'