শেষ আপডেট: 7th January 2025 20:01
দ্য ওয়াল ব্যুরোঃ বাংলার সন্তোষ ট্রফি জয়ের নেপথ্য কাণ্ডারী তিনিই। অথচ কাপ জেতার পরও এক মুহূর্ত বিশ্রামে নেই রবি হাঁসদা। ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন মহামেডানের সঙ্গে। আর তার পরের দিনেই অনুশীলনে নেমে পড়েছেন তিনি। আজ বিকেলে যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে মহামেডান অনুশীলন করে। তখনই দলের সঙ্গে প্রথম দিন সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতাকে গা ঘামাতে দেখা যায়।
আগামী শনিবার বেঙ্গালুরুর ঘরের মাঠে মহামেডান খেলতে নামবে। যদিও রবি দলের সঙ্গে বেঙ্গালুরু যাবেন কি না সেই নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিন অনুশীলনে হাল্কা শরীরচর্চা এবং বল পায়ে অল্প অনুশীলন করতে দেখা যায় তাঁকে।
প্র্যাকটিস শেষে একটি সাক্ষাৎকারে তিনি জানান,"এই দলের অংশ হতে পেরে আমি খুব খুশি। এই দলের কাছে আমার সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি। আমি আমার পছন্দের "৫৯" নং জার্সি পেয়ে অত্যন্ত আনন্দিত আমি।"
মহামেডান দলের সঙ্গে যুক্ত প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস জানান "রবি হাঁসদা খুব ভালো খেলোয়াড়। সেরা ছন্দে রয়েছে। আশা করি আমাদের দলের হয়েও ভালো খেলবে। কলকাতা লিগ, সন্তোষ ট্রফিতে দারুণ খেলেছে ও। রবি এখন গোলের মধ্যে আছে। আশা করব খুব তাড়াতাড়ি সে মাঠে নেমে পড়বে।"
রবি হাঁসদা চূড়ান্ত অফ ফর্মে থাকা মহামেডানকে বাড়তি অক্সিজেন দিতে পারবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।