শেষ আপডেট: 10th February 2025 20:16
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ ছিল। সেকারণে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হয়েছিল। কিন্তু, হোম ম্যাচেই ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারতে হয়েছে। এই পরাজয়ের পর লাল-হলুদের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই ম্যাচে চেন্নাইন এফসি-র হয়ে খেলতে নেমেছিলেন প্রীতম কোটাল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন প্রীতমের কাছে একেবারেই অপরিচিত নয়। ইতিপূর্বে সবুজ-মেরুন জার্সিতে বহু বছর খেলেছেন তিনি। এই মাঠে আগেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নেমেছেন তিনি। তবে শনিবাসরীয় ম্যাচে লাল-হলুদ ব্রিগেডকে হারানোর পর প্রীতম বললেন, জয়-পরাজয় প্রত্যেকটা খেলারই অংশ। এটা হতেই পারে। তাঁর আশা, আগামী মরশুমে ইস্টবেঙ্গল দুর্দান্ত কামব্য়াক করতে পারবে।
প্রীতম বললেন, 'আমি বলব এটা একটা সময়ের ব্যাপার। প্রত্যেকটা দলেরই খারাপ এবং ভাল সময় আসে। নির্দিষ্ট সময়ের আগে কিছু হয় না। ওদের দলে যথেষ্ট ভাল ভাল ফুটবলার রয়েছে। যে কোনও সময়ই কামব্য়াক করতে পারে। আশা করি, আগামী বছর আরও ভাল ফলাফল করবে।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের সামনে প্লে-অফের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ১৯ ম্যাচে ইস্টবেঙ্গল মাত্র ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে। সেইসঙ্গে তারা আপাতত লিগ তালিকায় ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। আগামী ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা খেলতে নামবে। আগামী ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ৩ পয়েন্ট সংগ্রহ করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।