শেষ আপডেট: 18th October 2024 16:01
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই এশিয়ার সব থেকে বড় ফুটবল ম্যাচ। কলকাতা ডার্বি। আইএসএল ১১-এ প্রথমবার মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ডার্বির আগে দুই দল কার্যত দুই মেরুতে বসে আছে। লাল-হলুদ টানা চার ম্যাচ হেরে লীগ টেবিলের শেষে। আর সবুজ-মেরুন চতুর্থ স্থানে থাকলেও সমর্থকরা দলের খেলায় এখনও খুশি হতে পারেননি। এই অবস্থায় ডার্বির আগে কী ভাবছেন বাগান কোচ?
দলের বাঙালি অধিনায়ক শুভাশিস বোসকে নিয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন হোসে মলিনা। তিনি সাফ জানালেন, ''ডার্বিতে নিজেদের সেরাটা দেব। সেরা একাদশ নামাবো। ৩ পয়েন্টই চাই।'' যদিও এই সেরা একাদশে কারা থাকতে পারেন তার কোনও ইঙ্গিত দেননি তিনি। সাংবাদিকদের একজন তাঁকে প্রশ্ন করেন, দুই তারকা বিদেশি ডিফেন্ডার একসঙ্গে খেলবেন কিনা। জবাবে মলিনা মজার চল বলেন, ''আপনি কি কোচ হতে চান?'' অর্থাৎ বুঝিয়ে দিলেন, কোনও তাসই তিনি আগে থেকে দেখাবেন না।
এবারের আইএসএল প্রথম চার ম্যাচে দুটি জিতেছে মোহনবাগান। একটি ড্র এবং একটি হার। তবে যে মানের দল গড়া হয়েছে সেই তুলনায় ভাল কিছু এখনও দেখতে পাননি সবুজ-মেরুন সমর্থকরা। পরপর ব্যর্থতার জেরে ইস্টবেঙ্গল কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। তারপর স্বাভাবিকভাবে মলিনার ওপর চাপ বেড়েছে। এক কথায় বলা যায়, শনিবারের ডার্বিটাই তাঁর কাছে 'অ্যাসিড টেস্ট'। এর আরও একটা কারণ, আইএসএল ইতিহাসে এখনও ইস্টবেঙ্গল মোহনবাগাকে হারাতে পারেনি। একটি ম্যাচ ড্র এবং বাকি সব হার। সেক্ষেত্রে শনিবারের ম্যাচ যদি ইস্টবেঙ্গল জেতে তাহলে ইতিহাস তৈরি হবে।
গত ম্যাচও ডার্বি ছিল। তবে মহামেডানকে ৩-০ গোলে হারিয়ে একপ্রকার অক্সিজেন পেয়েছে মলিনার দল। কিন্তু শনিবারের ম্যাচ যে আলাদা হবে তা স্পষ্ট। কারণ এই ইস্টবেঙ্গলের আপাতত হারানোর কিছু নেই। আর খাতায়-কলমে এই মরসুমে তাঁদের দল যথেষ্ট শক্তিশালী। চার ম্যাচ দল হেরেছে ঠিকই, তবে যথাসময়ে ঘুরে দাঁড়ানো লাল-হলুদের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। হয়তো এই ডার্বি ম্যাচটাই তাঁদের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। তাই মলিনা ভীষণ সতর্ক।