শেষ আপডেট: 12th November 2024 15:10
দ্য ওয়াল ব্যুরো: ক্লাব ফুটবলে আপাতত বিরতি ঘোষণা করা হয়েছে। শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবল। নভেম্বর মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী দুটো ম্য়াচ খেলতে নামবে আর্জেন্টিনা ফুটবল দল। এরমধ্যে প্রথম ম্য়াচটা আগামী ১৫ নভেম্বর প্যারাগুয়ের বিরুদ্ধে তাদের খেলতে হবে। তবে এই ম্যাচের আগে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন এক 'তালিবানি ফতোয়া' জারি করেছে।
প্রসঙ্গত, প্যারাগুয়ের এস্তাদিও ডিফেন্সোরেস দেল চাকোয় এই ম্যাচের আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুসারে ভোর পাঁচটা থেকে খেলতে নামবে আর্জেন্টিনা। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, হোম স্ট্যান্ডে যেন মেসি কিংবা আর্জেন্টিনার কোনও জার্সি দেখতে না পাওয়া যায়।
গোটা বিশ্বজুড়েই লিওনেল মেসির যথেষ্ট ফ্যান ফলোয়িং রয়েছে। সেই তালিকা থেকে বাদ নেই প্যারাগুয়ের নামও। ফলে এটা খুবই স্বাভাবিক যে মেসিকে সমর্থন করতে প্যারাগুয়ে ফ্যানেরাও মাঠে আসবেন। কিন্তু, প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই ফতোয়া জারি করা হয়েছে যে আর্জেন্টিনা ফরোয়ার্ডের ১০ নম্বর জার্সি পরে স্টেডিয়ামে আসা যাবে না। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে।
ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বলেছেন, 'আমরা ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছি যে কোনও প্যারাগুয়ের সমর্থক যেন মেসি কিংবা আর্জেন্টিনার জার্সি পরে মাঠে না আসেন। যদি কেউ আসেন, তাহলে তাঁকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না।'
সেইসঙ্গে ভিলাসবোয়া আরও যোগ করেন, 'কোনও ফুটবলারের প্রতি আমাদের বিশেষ বিদ্বেষ নেই। প্রত্যেকের কেরিয়ারকে আমরা সম্মান করি। তবে হোম অ্যাডভান্টেজের কারণেই আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা আমাদের সকলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ।'