শেষ আপডেট: 13th November 2024 17:38
দ্য ওয়াল ব্যুরো: পিছিয়ে পড়েও কীভাবে ফিরে আসতে হয়, সেটা আরও একবার দেখিয়ে দিল ইস্টবেঙ্গল এফসি। ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে গত শনিবার (৯ নভেম্বর) তারা মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল।
এই ম্য়াচে মাত্র ২৮ মিনিটের মধ্যে লাল-হলুদ ব্রিগেড ১১ থেকে ৯ জনের দল হয়ে যায়। সৌজন্য়ে হরিশ কুণ্ডুর জোড়া লাল কার্ড। এই পরিস্থিতিতে প্রায় ৭২ মিনিট ইস্টবেঙ্গল শুধুমাত্র লড়াই করল না, নিজেদের দূর্গও রক্ষা করল।
এই পরিস্থিতিতে ম্যাচের শেষে লাল-হলুদ ব্রিগেডের হেড কোচ অস্কার ব্রুজোঁ বললেন, 'গোটা দলের কাছে একটা কথা আমি স্পষ্ট করে দিয়েছিলাম, আমাদের কোনও ম্য়াচ হারলে চলবে না। যা ম্যাচ হারার, এতদিন আমরা হেরেছি। তবে দলকে শুধুমাত্র মানসিকভাবে চাঙ্গা করতেই আমি এই কথাটা বলিনি। সেই পরিকল্পনা কাজেও লাগিয়েছে। তাই একেবারে শেষপর্যন্ত দলটা বাঘের মতো লড়াই করে গেল।'
প্রসঙ্গত, এই মহমেডানের বিরুদ্ধে গত ম্য়াচটা ড্র করার পর ইস্টবেঙ্গলের ঝুলিতে অন্তত একটা পয়েন্ট এসেছে। এখনও তাদের সামনে প্লে-অফের রাস্তা খোলা রয়েছে। দলের সেই সাফল্যই দেখতে চান ব্রুজোঁ।