শেষ আপডেট: 2nd November 2024 15:59
দ্য ওয়াল ব্যুরো: এভাবেও ফিরে আসা যায়! ইস্টবেঙ্গল ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্য়ান্স দেখার পর বাংলার ফুটবল সমর্থকরা আপাতত একথাই বলছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যে আসন পাকা করে ফেলেছে মশালবাহিনী। কিন্তু, চলতি ইন্ডিয়ান সুপার লিগে তারা এখনও পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেনি। এই ব্যাপারটাই লাল-হলুদ সমর্থকদের গলায় আপাতত কাঁটার মতো বিঁধছে।
আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল আপাতত ৬ ম্যাচ খেলেছে। কিন্তু, একটাতেও তারা জিততে পারেনি। তিন ম্যাচে হারের হ্যাটট্রিকের পর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। তাঁর সিংহাসনেই বসানো হয় অস্কার ব্রুজোঁকে। তবে আইএসএল প্রসঙ্গ উঠতেই আত্মবিশ্বাসের সুর শুনতে পাওয়া গেল অস্কারের গলায়। বললেন, 'এবার ইন্ডিয়ান সুপার লিগে কামব্যাকও অনেকটাই সহজ হয়ে যাবে। এটাই এই জয়ের মাহাত্ম্য।'
সঙ্গে কিছুটা সাবধানী সুরে তিনি যোগ করেন, 'হতে পারে আইএসএল টুর্নামেন্টে আমাদের কিছু সমস্যা রয়েছে। কিন্তু কীভাবে লড়াই করতে হবে, সেটা এই দল শিখে গিয়েছে। আর সেকারণেই আমরা সফল হয়েছি।'
প্রসঙ্গত, আগামী ৯ নভেম্বর মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচকে মিনি ডার্বি বলে অনেকেই অভিহিত করছেন। এই ম্যাচের হাত ধরে ইস্টবেঙ্গল আইএসএল টুর্নামেন্টে কামব্যাক করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।